বোকা বনব, বোকা বানাবো! এপ্রিল ফুল ডে নিয়ে মাতোয়ারা মানুষ! কীভাবে এর সূত্রপাত?

বোকা বনব, বোকা বানাবো! এপ্রিল ফুল ডে নিয়ে মাতোয়ারা মানুষ! কীভাবে এর সূত্রপাত?

নিজস্ব প্রতিনিধি: যুগ যুগ ধরে এপ্রিল ফুল ডে নিয়ে মাতোয়ারা মানুষ। কীভাবে অন্যকে বোকা বানানো যাবে তার জন্য চলে বহু ফন্দি-ফিকির। আবার সেটা করতে গিয়ে মুহূর্তের অসতর্কতায় বহু মানুষ নিজেরাই বোকা বনে যান। নিজের বোকামির জন্য তাঁরা তখন আফসোস করতে থাকেন। আর এটাই তো এপ্রিল ফুল ডে-র মজা। বলিউডে ষাটের দশকে ‘এপ্রিল ফুল’ নামে সুপারহিট ছবি পর্যন্ত নির্মিত হয়েছিল। সবমিলিয়ে এই দিনটির জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন। কিন্তু কীভাবে এর উৎপত্তি হয়েছিল, সেটা অনেকেরই জানা নেই। যদিও এ বিষয়ে বহু মতবাদ রয়েছে।  তবে সেগুলির মধ্যে ক্যালেন্ডার পরিবর্তনের বিষয়টি সঠিক বলে গবেষকরা মনে করেন। ঠিক কি ঘটনা ঘটেছিল সেখানে?

 

গবেষকরা জানাচ্ছেন ১৫০০ শতকে ফ্রান্সে এমন একটি ঘটনা ঘটেছিল যেখান থেকে এপ্রিল ফুল ডে বিষয়টির সূত্রপাত হয়। একটা সময় সেখানে ঋতুর সঙ্গে মিল রেখে ক্যালেন্ডার তৈরি এবং সেই অনুযায়ী নতুন বছরের সূত্রপাত হতো। নতুন বছর মার্চের একেবারে শেষ দিকে বা এপ্রিলের প্রথম দিকে শুরু হতো। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এমন রীতি চলে আসছিল। দীর্ঘ সময় ধরে এমনটাই দেখে আসছিলেন সবাই। তাই বছরের ওই সময়টিতে সকলেই বর্ষবরণ উদযাপন করতেন। বহু মানুষ বিভিন্ন স্থানে ভিড় জমাতেন। নিজেদের মতো করে উৎসবে মাততেন তাঁরা। কিন্তু হঠাৎই ফ্রান্স গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছর শুরু করার পথে হাঁটে। সেই সিদ্ধান্ত কে বা কারা নিয়েছিলেন তা স্পষ্ট ভাবে জানা যায়নি। গবেষকদের একাংশ মনে করেন ফ্রান্স বিশ্বের প্রথম দেশ যারা এই ক্যালেন্ডার অনুযায়ী বছর পরিবর্তনের দিকে হাঁটে। কিন্তু দেশ নতুন ক্যালেন্ডার গ্রহণ করেছে সেটা ফ্রান্সের সমস্ত অংশের মানুষ জানতে না পারায় তাঁরা দীর্ঘদিনের প্রথা অনুযায়ী জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিলের শুরুতে নতুন বছর উদযাপন করতে থাকেন। শুরু হয়ে যায় আগের মতোই উৎসব পালন। যে বিষয়টি দেখে অনেকেই হাসাহাসি করেন। কারণ জানুয়ারি মাসের প্রথম দিনে নতুন বছর উদযাপন আগেই হয়ে গিয়েছিল। তখন সেই সমস্ত মানুষকে অন্যরা ‘এপ্রিল ফুলস’ বলে ডাকতে শুরু করেন। এভাবেই উৎপত্তি হয় এপ্রিল ফুলস ডে-র। অবশ্য এর পাশাপাশি আরও বহু মতবাদ রয়েছে এই দিনটিকে নিয়ে। তবে যে মতবাদই থাকুক না কেন এপ্রিল ফুল ডে-র মজা গোটা বিশ্ব নিয়ে আসছে শ’য়ে শ’য়ে বছর ধরে। বোকা বনব, অন্যকে বোকা বানাবো, এই সুরেই বাঁধা রয়েছে দিনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + seventeen =