ভারত ছাড়া আরও কয়েকটি দেশের স্বাধীনতা দিবস ১৫ অগস্ট, রইল ইতিহাস

ভারত ছাড়া আরও কয়েকটি দেশের স্বাধীনতা দিবস ১৫ অগস্ট, রইল ইতিহাস

আজ ১৫ আগস্ট  ভারতের স্বাধীনতা যখন পদার্পণ করল ৭৬ তম বর্ষে তখন এই বিশেষ দিনে সকাল থেকেই একাধিক কর্মসূচিতে মেতেছেন দেশের ১৩০ কোটি নাগরিক। রাজধানীর লালকেল্লা তো বটেই, সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে একাধিক স্কুল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এমনকি বাড়িতেও শুরু হয়েছে জাতীয় পতাকা উত্তোলন। দেশের বিভিন্ন প্রান্তে একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সগর্বে পালিত হচ্ছে ভারতের ইতিহাসের সবচেয়ে গৌরবময় এই বিশেষ দিনটি। তবে একা ভারত নয়, জানেন কি ভারতের পাশাপাশি বিশ্বের আরও কয়েকটি দেশ রয়েছে যারা আমাদের মতই একই দিনে স্বাধীনতা দিবস পালন করছে। ঘটনাচক্রে ভারতের মতো সেই দেশগুলিরও স্বাধীনতা দিবস ১৫ আগস্ট। আসুন জেনে নিই এমনই কয়েকটি দেশের কথা।

বাহরাইন

ভারতের মতো দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র বাহরাইনের স্বাধীনতা দিবসও আজ অর্থাৎ ১৫ আগস্ট। ভারতের মতো এই দেশও ব্রিটিশ শাসনকালের অবসান ঘটিয়ে ১৫ আগস্টই নিজেদের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। ৫০ টি প্রাকৃতিক এবং ৩৩ টি কৃত্রিম দ্বীপ মিলিয়ে দক্ষিণ এশিয়ায় গড়ে উঠেছে এই দেশ। ২০২২ সালের জনগণনা অনুযায়ী বাহরাইনের জনসংখ্যা ১৫ লাখের কিছু বেশি। ১৯৭১ সালের ১৫ আগস্ট এই দেশও আমাদের দেশের মতো ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করে।  তবে, ১৯১৩ সালে বাহরাইনের সরকার এবং ব্রিটিশের মধ্যে একটি চুক্তির মাধ্যমে এই দেশকে স্বাধীন বলে ঘোষণা করা হয়েছিল। সেই চুক্তিই বাস্তবায়িত হয় ১৯৭১ সালে।

কঙ্গো

 ভারত এবং বাহরাইনের মতোই প্রতিবছর ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয় গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে। ভূখণ্ডের পরিমাপে এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ। অন্যদিকে আয়তনের নিরিখে বিশ্বের ১১ তম স্থানে রয়েছে কঙ্গো। ১০.৮ কোটি জনসংখ্যার এই দেশ ১৫ আগস্টই ফরাসি উপনিবেশ গুলির কাছ থেকে ১৯৬০ সালে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। দীর্ঘ ৮০ বছর ধরে আফ্রিকার এই দেশকে শাসন করেছিল ফরাসিরা।

লিকটেনস্টাইন 

আমজনতার কাছে বিশেষ পরিচিত দেশ নয় লিকটেনস্টাইন। বস্তুত, বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলির তালিকায় এটি রয়েছে ষষ্ঠ স্থানে। ১৮৬৬ সালের ১৫ অগস্ট জার্মান শাসকদের হাত থেকে স্বাধীন এ দেশটি।
 

অন্যদিকে, চল্লিশের দশকে একই দিনে দু’ভাগ হয়েছিল কোরিয়া। জন্ম নিয়েছিল উত্তর এবং দক্ষিণ কোরিয়া। স্বাধীনতা প্রাপ্তির দিনটিকে বলা হয় গোয়াংবকজিওল। যার আক্ষরিক অর্থ আলো পুনরুদ্ধারের সময়। উল্লেখ্য, ১৯৪৫ সাল থেকে উপনিবেশ হিসাবে জাপানিদের হাতে ছিল কোরিয়া। ৩৫ বছরের সেই শাসনের অবসানে স্বাধীনতা পায় এ দেশটি। তবে ভারতের মতোই দেশভাগের যন্ত্রণা সইতে হয়েছে কোরীয়দের।