ফের আরও একটি এক্সপ্রেস বন্ধ করল পাকিস্তান, তুঙ্গে সংঘাত

নয়াদিল্লি: সমঝোতার পর এবার আরও একটি ট্রেন বন্ধের ঘোষণা করল পাক সরকার৷ আজ, শুক্রবার যোধপুর-করাচি রুটে চলা থর এক্সপ্রেস বন্ধের সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার৷ পাকিস্তানের এই সিদ্ধান্তকে কড়া সমালোচনা করেছে ভারতীয় বিদেশমন্ত্রক৷ বৃহস্পতিবার ওয়াঘা সীমান্তে সমঝোতা এক্সপ্রেস আটকে দেয় ইসলামাবাদ৷ ভারতে ঢুকতে পাক চালকের ভয়ের কারণ দেখিয়ে স্থগিত রাখা হয় সমঝোতা এক্সপ্রেসের যাত্রা৷ মাঝপথে সমঝোতা

ফের আরও একটি এক্সপ্রেস বন্ধ করল পাকিস্তান, তুঙ্গে সংঘাত

নয়াদিল্লি: সমঝোতার পর এবার আরও একটি ট্রেন বন্ধের ঘোষণা করল পাক সরকার৷ আজ, শুক্রবার যোধপুর-করাচি রুটে চলা থর এক্সপ্রেস বন্ধের সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার৷ পাকিস্তানের এই সিদ্ধান্তকে কড়া সমালোচনা করেছে ভারতীয় বিদেশমন্ত্রক৷

বৃহস্পতিবার ওয়াঘা সীমান্তে সমঝোতা এক্সপ্রেস আটকে দেয় ইসলামাবাদ৷ ভারতে ঢুকতে পাক চালকের ভয়ের কারণ দেখিয়ে স্থগিত রাখা হয় সমঝোতা এক্সপ্রেসের যাত্রা৷ মাঝপথে সমঝোতা এক্সপ্রেস থেমে যাওয়ার শুরু হয় বিতর্ক৷ পরে, ভারতীয় ইঞ্জিন চেয়ে পাঠায় পাকিস্তান৷ পাকিস্তানের বার্তা পেয়ে ছুটে যায় ভারতীয় ইঞ্জিন৷ পাকিস্তানের ওয়াখা সীমান্ত থেকে সমঝোতা এক্সপ্রেসকে ভারতে নিয়ে আসে৷ এদিন বিকাল পাঁচটা নাগাদ আর্টারি বর্ডারে ট্রেনটি নিয়ে আসা হয়৷ ওই ট্রেনে ছিলেন ১১০ জন যাত্রী৷ তবে, সমঝোতা এক্সপ্রেস ফিরলেও থর এক্সপ্রেস নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক৷ পাক সিদ্ধান্তের বিরুদ্ধে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত এখনও চাই, আলোচনা করে বিষয়টি মিটিয়ে নিতে৷ আমাদের অনুরোধ, পাকিস্তান তাদের সিদ্ধান্ত বিবেচনা করুক৷

পুলওয়ামা হামলা পরবর্তী সময়ে গত ২৭ ফেব্রুয়ারি সমঝোতা এক্সপ্রেস আটকে দেয় পাকিস্তান৷ লাহৌর থেকে দিল্লি আসার আগেই যাত্রা বাতিল করা হয়৷ যাত্রীদের লাহৌর স্টেশনেই আসতে বারণ করে পাকিস্তান৷ পরে, পরিষেবা চালু হলেও ফের তা বন্ধ করল পাকিস্তান৷

কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ভারতের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে ইসলামাবাদ৷ ভারতের হাইকমিশনকে ভারতে পাঠানোর নির্দেশ পাক প্রশাসনের৷ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি পাক প্রশাসনের৷ আগামী ১৫ আগস্ট কাশ্মীর ইস্যুকে ‘কালাদিবস’ পালনের ডাক পাক সরকারের৷ আন্তর্জাতিক মঞ্চে ভারত বিরোধী প্রচারের সিদ্ধান্ত পাক প্রধানমন্ত্রীর৷ নিরাপত্তা পরিষদে পাকিস্তান কাশ্মীর ইস্যুতে তুলবে বলে দেওয়া হয়েছে হুঁশিয়ারি৷ পাকিস্তানের তরফে এহেন হুমকি দিয়ে দেওয়ার পর ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে কড়া বিবৃতি জারি করা হয়েছে৷

পাক সরকারের মাথাব্যাথার প্রসঙ্গ তুলে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ ৩৭০ ধারা নিয়ে সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ এক্ষেত্রে পাকিস্তানের হস্তক্ষেপের চেষ্টা সফল হবে না৷ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য পাকিস্তানকে অনুরোধ করা৷ এই নিয়ে পাকিস্তান বেশি উৎসাহ দেখালে তার ফল খারাপ হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ ভারত চাই না, কাশ্মীর নিয়ে কোনও পক্ষ নাকা গলাক৷ বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *