ফের মুখ পোড়ালেন ইমরান! কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রসংঘে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ পাকিস্তানের

ফের মুখ পোড়ালেন ইমরান! কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রসংঘে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ পাকিস্তানের

 

রাষ্ট্রসংঘ:  আরও একবার রাষ্ট্রসংঘের মাধ্যমে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার প্রচেষ্টা ব্যর্থ হল পাকিস্তানের৷ এই বিষয়টি আলোচনার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছিল চিন৷ কিন্তু কোনও মীমাংসা ছাড়াই বৈঠক শেষ হয়৷ বৃহস্পতিবার এই বিষয়টি জানান ভারতীয় কূটনীতিক৷ 

আরও পড়ুন- প্রকৃতির রোষ বিপর্যস্ত বাণিজ্যনগরী, জারি লাল সতর্কতা

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি জানান, নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যরা জম্মু ও কাশ্মীর ইস্যুটি ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সমস্যা বলেই জোড় দেন৷ তাঁরা সিলমা চুক্তির গুরুত্বের উপরেও জোড় দিয়েছেন৷ তিরুমূর্তি বলেন, ‘‘কাশ্মীর ইস্যুকে পাকিস্তানের আন্তর্জাতিকীকরণের প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে৷’’ তিনি টুইটে লেখেন, ‘‘পাকিস্তানের আরও একটি চেষ্টা ব্যর্থ! আজ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক কোনও রেকর্ড ও সিদ্ধান্ত ছাড়াই সমাপ্ত হয়েছে৷ প্রায় প্রতিটি দেশই জম্মু-কাশ্মীর ইস্যুকে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা বলে অভিহিত করেছে৷ এই বিষয়টি পরিষদের সময় ও মনোযোগ পাওয়ার উপযুক্ত নয়৷’’

আরও পড়ুন- কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, ICU বেডে শুয়ে জীবন্ত পুড়ল ৮ রোগী

বুধবার জম্মু-কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছিল পাকিস্তানের মিত্র রাষ্ট্র চিন৷ জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তির ঠিক এক দিন আগেই এই বৈঠক ডাকা হয়৷ কিন্তু এই ইস্যুটি নিরাপত্তা পরিষদের আলোচ্য বিষয় নয় বলেই মত দেয় আমেরিকা৷ তাদের সমর্থন জানান বাকি সদস্য দেশের প্রতিনিধিরা৷ তাঁরা সাফ জানিয়ে দেন, এটি নিরাপত্তা পরিষদে আলোচনার কোনও বিষয়ই নয়৷ এটা ভারত-পাকিস্তানের নিজস্ব বিষয়৷ 

আরও পড়ুন- ধর্মের চোরাস্রোতে মিশল বিজেপি’র কর্মসংস্থানের প্রতিশ্রুতি, দরাজ মোদী-শাহ

জম্মু-কাশ্মীর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকেই এই ইস্যুটি আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান৷ আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের চেষ্টা করলেও আরও একবার খালি হাতেই ফিরতে হল ইসলামাবাদকে৷ এর আগে গত জানুয়ারি মাসে পাকিস্তানের হয়ে নিরাপত্তা পরিষদের কনসালটেশন রুমে কাশ্মীর ইস্যু উত্থাপনের চেষ্টা করেছিল চিন৷ সেই সময়ই কোণঠাসা হয়তে হয়েছিল চিনকে৷ 

কাশ্মীর ইস্যুতে ভারতের তরফে আন্তর্জাতিক মঞ্চকে স্পষ্ট করে জানানো হয়েছিল,  ৩৭০ ধারার অন্তর্ভুক্ত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা অপসারণের সিদ্ধান্ত একটি অভ্যন্তরীণ বিষয়। একই সঙ্গে পাকিস্তানকে বলা হয় বাস্তবকে মেনে নিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =