ওয়াশিংটন: কাবুল বিমানবন্দরে জোড়া আত্মঘাতী বিস্ফোরণে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত। মৃতদের মধ্যে রয়েছে ১৩ জন মার্কিন সেনাও। যদিও এই ঘটনার বদলা ইতিমধ্যেই নিয়ে নিয়েছে আমেরিকার ড্রোন স্ট্রাইক করে। সেখানকার আইএস-কে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করছেন যে কাবুলে আরো একবার জঙ্গি হামলা হতে পারে। সেই প্রেক্ষিতে তিনি সতর্ক থাকার চেষ্টা করছেন।
আরও পড়ুন- পাকিস্তান আমাদের ‘দ্বিতীয় ঘর’! খোলাখুলি ঘোষণা তালিবানের
বাইডেনের দাবি, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ফের একবার কাবুল বিমানবন্দরে হামলা চালাতে পারে জঙ্গিরা। সেখানে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর তরফ এমনটাই ইঙ্গিত মিলেছে বলে স্পষ্ট করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানাচ্ছেন যে সেখানকার পরিস্থিতি এখনো প্রচন্ড বিপজ্জনক এবং প্রতিপদে জঙ্গিরা চেষ্টা করছে হামলা চালানোর। সেই প্রেক্ষিতে মার্কিন সেনাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত গতকাল, মার্কিন সেনা আফগানিস্তানে অবস্থিত আইএস খোরাসান জঙ্গিগোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন স্ট্রাইক করে। হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় ওই জঙ্গি সংগঠনের গোপন আস্তানা। এই প্রেক্ষিতে মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের নানগর প্রদেশে অভিযান চালানো হয়েছিল এবং এই হামলায় জঙ্গিদের আস্তানা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। যদিও সাধারণ কোনো মানুষের ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে পেন্টাগন। কাবুল বিমানবন্দরে যে জোড়া বিস্ফোরণ হয়েছিল তার দায় স্বীকার করেছিল আইএএস। সেই হামলার প্রেক্ষিতেই আমেরিকা যে হুঁশিয়ারি দিয়েছিল তা মাত্র কয়েকদিনের মধ্যেই কাজে করে দেখিয়েছে। তবে এখন তার বদলা যে জঙ্গিরা নেবে তেমনটাই আশঙ্কা।
কাবুল বিমানবন্দরের জোড়া বিস্ফোরণের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, ‘‘যারা এই হামলা চালিয়েছে, আমরা তাদের ক্ষমা করব না৷ আমরা ভুলব না৷ তাদের খুঁজে বার করবই৷ এর মূল্য তাদের চোকাতেই হবে৷’’ সেই সঙ্গে আফগানিস্তান থেকে মার্কিন নাগরিকদের উদ্ধার করা নিয়েও বার্তা দেন তিনি৷ এই ঘটনার কথা বলতে গিয়ে গলা ধরে আসে তাঁর৷ মঞ্চে দাঁড়িয়েই কেঁদে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷