যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হঠাৎই হাজির অ্যাঞ্জেলিনা স্বয়ং, ব্যাপারটা কি?

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হঠাৎই হাজির অ্যাঞ্জেলিনা স্বয়ং, ব্যাপারটা কি?

কিয়েভ: ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইউক্রেন-রাশিয়ার সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনীয়দের পাশে দাঁড়িয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। বাদ যাননি হলিউড তারকারাও। ইতিমধ্যেই বিখ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ইউক্রেনীয়দের সাহায্যার্থে কয়েক লক্ষ ডলার দান করেছেন। কিন্তু এবার অসহায় ইউক্রেনীয়দের পাশে দাঁড়াতে সরাসরি যুদ্ধক্ষেত্রেই হাজির হলেন আর এক প্রবাদপ্রতিম হলিউড তারকা, অ্যাঞ্জেলিনা জোলি। মিস্টার এন্ড মিসেস স্মিথ খ্যাত প্রখ্যাত এই নায়িকা বরাবরই অসহায়, দুর্তদের পাশে দাঁড়িয়ে খবরের শিরোনামে এসেছেন। খরা এবং খাদ্যাভাবে জর্জরিত আফ্রিকার একাধিক শিশুকে তিনি দত্তকও নিয়েছেন। আর এবার এই নায়িকা পাশে দাঁড়ালেন মৃত্যুপুরী ইউক্রেনের সাধারণ মানুষের। তবে টাকা কিংবা ত্রাণ দিয়ে নয়। জানা যাচ্ছে। সম্প্রতি নাকি একজন স্বেচ্ছাসেবক হিসেবেই ইউক্রেনের রাজধানী কিয়েভ, যা এই মুহূর্তে সক্রিয় যুদ্ধক্ষেত্রের রূপ নিয়েছে সেখানে পৌঁছেছেন তিনি। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। তবে ব্যাপারটা কি তা নিয়ে রয়েছে বেশ ধোঁয়াশা।

জানা যাচ্ছে শনিবার হঠাৎই ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সাধারণ ক্যাফেতে হঠাৎ হাজির হন হলিউডের তারকা। তবে তারকাচিত কোন হাবভাবই দেখা যায়নি তাঁর মধ্যে। পরনে অত্যন্ত সাদামাটা পোশাক, কাঁধে একটা ব্যাকপ্যাক, এই ভাবেই ক্যাফেতে হাজির হন অ্যাঞ্জেলিনা। বিশ্ববিখ্যাত এই হলিউড অভিনেত্রীকে এতটা কাছ থেকে দেখতে পেয়ে কার্যত হতভম্ব হয়ে যান ক্যাফেতে থাকা বাকি মানুষজন। অনেকেই সঙ্গে সঙ্গে সেলফি নিতে ছুটে যান তাঁর কাছে। অনুরাগীদের সমস্ত আবদারই হাসিমুখে মেটান অভিনেত্রী। অনেকে আবার অ্যাঞ্জেলিনাকে দেখেই ভিডিও করা শুরু করেন। সেই ভিডিওর দিকে তাকিয়ে হাত নাড়তেও দেখা যায় তাঁকে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অ্যাঞ্জেলিনার ক্যাফে ভ্রমণের সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, আর পাঁচজন সাধারণ ক্রেতার মতোই ক্যাফের ভিতরে প্রবেশ করেন অ্যাঞ্জেলিনা। পরণে ছাই রঙের ঢিলেঢালা প্যান্ট এবং উপরে ক্রিম কালারের একটি পুলওভার। সাথে পিঠে রয়েছে একটি কালো রংয়ের ব্যাকপ্যাক। সবেমিলে অত্যন্ত ছাপোষা বেশভূষা ছিল অভিনেত্রীর। কিন্তু ক্যাফেতে তাঁকে একঝলক দেখেই চিনতে পারেন তাঁর অনুরাগীরা। ওই ভিডিওতেই দেখা যায় বেশ কিছু মহিলা ক্রেতা সঙ্গে সঙ্গেই তাঁর কাছে অটোগ্রাফ নিতে এগিয়ে যান। হাসিমুখে সেই দাবিও মেটান অভিনেত্রী।

তবে ভিডিওটির মধ্যে একটি হাস্যকর বিষয়ও নজরে পড়েছে নেটিজেনদের। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অ্যাঞ্জেলিনা প্রবেশ করা মাত্রই ক্যাফের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেলেও, সেই সময়ে সেখানে উপস্থিত থাকা এক যুবক কিন্তু পুরো বিষয়টিই মিস করে গেছেন। ওই যুবকের ঠিক পিছনে যখন দাঁড়িয়ে অ্যাঞ্জেলিনা তখনও তিনি মোবাইলে ভিডিও গেমে ব্যস্ত। কানে হয়েছে আবার একটি বিশাল হেডফোন। সবে মিলে অভিনেত্রীকে লক্ষ্যই করেননি তিনি। আর তাতেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। অনেকেই বলছেন, ওই যুবক নিজেও জানেন না তিনি কি হাতছাড়া করলেন। পরে বিষয়টি জানলে তাঁর নিজেরও যথেষ্ট আফসোস হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 17 =