মাত্র ১টি শূন্যপদে জমা পড়ল প্রায় ১ হাজার আবেদন!

মাত্র ১টি শূন্যপদে জমা পড়ল প্রায় ১ হাজার আবেদন!

ম্যানচেস্টার:  সম্প্রতি রিসেপশনিস্ট পদের জন্য বিজ্ঞাপন দিয়েছিল ম্যানচেস্টারের একটি রেস্তোরাঁ৷ ওই রেস্তোরাঁ মালিক ভেবেছিলেন, এই পদের জন্য খুব বেশি হলে জনা ৩০-এর আবেদন হয়তো জমা পড়বে৷ কিন্তু তাঁর যাবতীয় ধ্যানধারনা ভেঙে একদিনের মধ্যেই জমা পড়ল ১ হাজার আবেদনপত্র!

আরও পড়ুন- কর্মী ছাঁটাইয়ের পথে চর্ম সংস্থাগুলি, কাজ হারিয়ে বেকার ৭৫ হাজার শ্রমিক

রোনা পরিস্থিতিতে সারা বিশ্বজুড়ে চলছে আর্থিক মন্দা৷ চাকরি খুইয়ে বহু মানুষই আজ বেকার৷ কোভিডের জেরে ব্যপকভাবে ধাক্কা খেয়েছে ব্রিটেনের রেস্তোরাঁ, বার এবং হোটেলের ব্যবসা৷ বহু মানুষই কাজ হারিয়েছেন৷ এদিন রোস্তোরাঁর রিসেপশনিস্ট পদে বিজ্ঞাপন দেওয়ার পরই উপচে পড়ে আবেদনের ভিড়৷ রেস্তোরাঁ মালিক বলেন, ‘‘এটা দেখে খুবই খারাপ লাগছে যে, এত মানুষ চাকরির খোঁজ করছেন৷’’

আরও পড়ুন- টানা একবছর কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোমে’র নির্দেশ নিল Google

আরও পড়ুন- ক্লার্ক পদে রেকর্ড নিয়োগ সম্ভাবনা রাজ্যে, ৬৬ হাজার প্রার্থীকে ডাক PSC-র

রেস্তোরাঁর ডিরেক্টর ক্যারল কেয়ারনেস বলেন, ‘‘সম্প্রতি ম্যানচেস্টারে আমাদের ২০ তলা রেস্তোরাঁয় রিসেপশনিস্ট পদের জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম৷ পরের দিন আমাদের এক কর্মী আবেদনপত্রগুলি আনতে গিয়ে চমকে উঠেন৷ উনি দেখেন মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৯৬৩টি আবেদনপত্র জমা পড়েছে৷’’ তিনি বলেন, সাধারণত এই ধরনের বিজ্ঞাপন দেওয়ার পর খুব বেশি হলে ৩০টি আবেদন জমা পড়ে৷ কিন্তু আবেদনপত্র দেখার পর আমাদের সব ধরনাই ভেঙে গিয়েছে৷ সবেচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, যাঁরা আবেদন করেছেন, তাঁদের মধ্যে অধিকাংশই উচ্চশিক্ষিত এবং খুবই টেলেন্টেড৷ আবেদনকারীর মধ্যে কিছু রেস্তোরাঁর জেনারেল ম্যানেজারও আছেন৷ 

আরও পড়ুন- ভারতে করোনা-টিকার বণ্টন কীভাবে? জানাল সিরাম ইনস্টিটিউট

করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল হোটেল, রেস্তোরাঁগুলি৷ এর ফলে ব্যবসার ব্যাপক ক্ষতি হয়৷ কয়েক হাজার কর্মী ছাঁটাই করা হয়৷ দীর্ঘদিন বন্ধ থাকার পর দুই সপ্তাহ আগে ফের ব্যবসা শুরু করে জনপ্রিয় চিনা সংস্থা ‘পিৎজা এক্সপ্রেস’ এবং ‘আজুরি’৷ লকডাউনের জেরে তাঁদের প্রায় ২০০০ কর্মী ছাঁটাই করা হয়েছে৷ বন্ধ হয়ে গিয়েছে কয়েকশো আউটলেট৷ সামাজিক দূরত্ববিধি বজায় রাখার জন্যও কমিয়ে ফেলা হয়েছে কর্মী সংখ্যা৷ গত সপ্তাহে আরও কয়েকটি জায়গাতেও দেখা যায় একই ছবি৷ ছোট খাটো কাজের জন্যও জমা পড়ে হাজার হাজার আবেদনপত্র৷