তেহেরান: ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান৷ আর তাতেই ৮০ মার্কিন জঙ্গির মৃত্যু হয়েছে, এমনটাই দাবি ইরানের৷ যদিও খতম ওই জঙ্গিরা আমেরিকার মদতপুষ্ট জঙ্গি নাকি মার্কিন সেনা স্পষ্ট করেনি ইরান৷ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ইরবিল ও আল আসাদে দুটি মার্কিন সেনাঘাঁটিতে একের পর এক আছড়ে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র৷
ইরান সরকারের দাবি, হামলার সময় একটি ক্ষেপণাস্ত্রও ঠেকাতে পারেনি মার্কিন বাহিনী৷ ইরান রেভলিউশনারি গার্ডের এক আধিকারিক জানিয়েছেন, ইরাকে আরও ১০০ টার্গেট চিহ্নিত করেছে ইরান৷ ফের কোনও হামলা হলে ওইসব টার্গেট গুলিতে হামলা চালানো হবে৷
ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ জানিয়েছেন, ইরাকের ওইসব ঘাঁটি থেকে নাগরিকদের উপরে হামলা চালানো হয়৷ তাই রাষ্ট্রপুঞ্জের সনদ মেনেই আত্মরক্ষার্থে হামলা চালানো হয়েছে৷ পাশাপাশি, যে কোনও হামলা প্রতিহত করতে ইরান প্রস্তুত বলে দাবি করা হয়েছে৷
গত শুক্রবারই ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করা হয়৷ দাবি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই সোলেমানিকে হত্যা করা হয়৷ আর এই হত্যাকাণ্ডের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে৷ সোলেমানির মৃত্যুর পর ইরান-আমেরিকা সংঘাত চরমে উঠেছে৷ ইতিমধ্যেই ইরাকে ৫ হাজার সেনা মোতায়েন করেছে আমেরিকা৷