‘লাথি’র জোরে দস্যি মেয়ের বিশ্ব রেকর্ড, ছেলেরা সাবধান! দেখুন, মার্শাল আর্ট কিকে’র রানিকে

‘লাথি’র জোরে দস্যি মেয়ের বিশ্ব রেকর্ড, ছেলেরা সাবধান! দেখুন, মার্শাল আর্ট কিকে’র রানিকে

 

নিউ ইয়র্ক: কথায় বলে যে রাঁধে, সে চুলও বাঁধে৷ কিন্তু এখন বদলেছে সময়৷ তাই বলতেই হয়, যে রাঁধে, সে মার্শাল আর্ট কিকও করে! এ এক দস্যি মেয়ের কাহিনী৷ যিনি সম্প্রতি যাবতীয় রেকর্ড চুরমার করে বিশ্বে সর্বোচ্চ ফিমেল মার্শাল আর্ট কিকে গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড৷ 

মাত্র ৯ বছর বয়সেই শুরু করেছিলেন তায়কোয়ান্দো৷ আর ১২ বছর বয়সে প্রথম জাম্পিং হাই কিক প্রতিযোগিতায় অংশ নেন জুনিয়র অ্যালিসন জনসন৷ ‘হাউস অফ ড্র্যাগনস তায়কোয়ান্দো’-স্কুলের ইন্সট্রাক্টরের সঙ্গে জানাশোনা ছিল তাঁর বাবার৷ মেয়ের তায়কোন্দোর প্রতি আগ্রহ দেখে এই স্কুলে ভর্তি করে দেন তাঁকে৷ তায়কোয়ান্দর মধ্যে মুষ্ঠিযুদ্ধ এবং জাম্প হাই কিক ছিল তাঁর পছন্দের৷ প্রথম থেকে স্বতঃস্ফূর্তভাবেই জাম্প হাই কিক করতে পারতেন তিনি৷ 

জনসন মনে করেন, মার্শাল আর্টের কিকের মধ্যে দিয়ে  মানুষ শুধু আত্মবিশ্বাসীই হয়ে ওঠেন না, মার্শাল আর্ট মানুষকে আত্মরক্ষা করতেও শেখায়৷ তিনি বলেন, এর মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে৷ তবে আমি জাম্পিং হাই কিকে ওয়ার্ল্ড রেকর্ড গড়েছি৷ প্রতিযোগিতার আগে একটা সময় সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন ঘণ্টার পর ঘণ্টা অভ্যাস করেছি৷ এখনও সপ্তাহে কম করে চার দিন অভ্যাস করি৷  জনসন বলেন, ‘‘একসঙ্গে স্কুল, ট্রেনিং আর প্রতিযোগিতার চাপ সামলাতে একটু মুশকিল ছিল৷ সারা দিনের পর রাতে চার ঘণ্টা হোমওয়ার্ক করতে হত আমাকে৷’’ এর পরেও হাল ছাড়েননি জনসন৷

এর আগেও গিনেস রেকর্ডে একাধিক মহিলার হাই কিকে রেকর্ড আছে৷ এই তালিকায় নয়া সংযোজন অ্যালিসন জনসন৷ ৭ ফুট ১০ ইঞ্চি উচ্চতায় হাই জাম্প কিক করে গিনেস রেকর্ড গড়েছেন তিনি৷ এর জন্য বিস্তর মেহনতও করেছেন অ্যালিসন৷ তৈরি করেছেন বডি ফ্ল্যাক্সিবিলিটি৷ কাজ করেছেন টাইমিং-এর উপর৷ অ্যালিসন ব্ল্যাকবেল্টধারীও বটে৷  মার্শাল আর্টের পাশাপাশি ভালোবাসেন স্কেটবোর্ডিং এবং নেটফ্লিক্স দেখতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 12 =