অবাক কাণ্ড! এক চোখের ধবধবে সাদা হাঙর! হতবাক বিশ্ব

ইন্দোনেশিয়ায় উদ্ধার এক অদ্ভুদ হাঙরের বাচ্চা৷ যা দেখে রীতিমত হতবাক গোটা বিশ্ব৷ বাচ্চা এই হাঙরটির মাত্র একটা চোখ রয়েছে৷ একইসঙ্গে তার গায়ের রঙ ছাই হওয়ার হওয়ার বদলে ধবধবে সাদা৷ ছোট্ট এই হাঙরটিকে দেখে রীতিমত অবাক হয়ে যায় মত্স্যজীবীরা৷ একটি বড় হাঙর মাছ কাটার সময় তার পেটের ভিতর থেকে বের হয় ছোট্ট সাদা রঙের এক চোখ বিশিষ্ট এই হাঙর মাছটি৷ তাকে উদ্ধার করে ইন্দোনেশিয়ার এক মত্স্যজীবীই৷ ছোট্ট হাঙরটির মাথার ঠিক মাঝামাঝি রয়ছে বড় মতো একটি চোখ৷ এছাড়াও ছোট ছোট পাখনাও বেরিয়েছে লেজের কাছে৷ 

2ce86ad93729a763b6158ee0cc643d8d

 

জাকার্তা: ইন্দোনেশিয়ায় উদ্ধার এক অদ্ভুদ হাঙরের বাচ্চা৷ যা দেখে রীতিমত হতবাক গোটা বিশ্ব৷ বাচ্চা এই হাঙরটির মাত্র একটা চোখ রয়েছে৷ একইসঙ্গে তার গায়ের রঙ ছাই হওয়ার হওয়ার বদলে ধবধবে সাদা৷ ছোট্ট এই হাঙরটিকে দেখে রীতিমত অবাক হয়ে যায় মত্স্যজীবীরা৷

একটি বড় হাঙর মাছ কাটার সময় তার পেটের ভিতর থেকে বের হয় ছোট্ট সাদা রঙের এক চোখ বিশিষ্ট এই হাঙর মাছটি৷ তাকে উদ্ধার করে ইন্দোনেশিয়ার এক মত্স্যজীবীই৷ ছোট্ট হাঙরটির মাথার ঠিক মাঝামাঝি রয়ছে বড় মতো একটি চোখ৷ এছাড়াও ছোট ছোট পাখনাও বেরিয়েছে লেজের কাছে৷ 

f69dc05f3866c598b4290d92d6967e8d
সাদা হাঙর

জানা গিয়েছে, অক্টোবরের ১০ তারিখ মত্স্যজীবীদের জালে ধরা পড়ে একটি মা হাঙর৷ মনে করা হয়েছে মা হাঙরটি গর্ভবতী ছিল৷ এরপর মৃত্যু হয় হাঙরটির৷ তার পেট কাটার পর তিনটি হাঙরের বাচ্চা উদ্ধার হয়৷ যার মধ্যে একটি ছিল ব্যতিক্রম৷ দুধের মত সাধা হাঙরটির মাত্র একটি চোখ৷ তবে যখন ওই বাচ্চা হাঙরটি উদ্ধার হয় তখন সেটিও মারা গিয়েছিল৷ স্থানীয় প্রশাসনের কাছে ওই হাঙরটির বিষয়ে জানায় মত্স্যজীবীরা৷ কেন ওই হাঙরটির গায়ের রঙে এরকম দুধের মতো সাধা সেই প্রশ্ন আপনার মনে জাগতেই পারে৷ তারও উত্তর মিলেছে৷ 

বাচ্চা হাঙ্গরটির সাইক্লোপিয়া নামে একটি রোগ ছিল৷ যা হল একটি জন্মগত বিকৃতি৷ যা ভ্রূণের দুটিয়ের পরিবর্তে কেবল একটি চোখ তৈরি করে। আর গায়ের এমন ধবধবে সাদা রঙ? সেটি হল কী কারণে? অ্যালবিনিজম নামে রোগ হাঙ্গরকে স্বল্প পরিমাণে মেলানিন তৈরি করতে বাধ্য করে, যা দেহের এই ধবধবে সাদা রঙের জন্য দায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *