‘কোরনা ভাইরাস আল্লার সৈনিক’, সোশ্যাল মিডিয়ায় প্ররোচনা আল-কায়েদা ও ISIS এর

‘কোরনা ভাইরাস আল্লার সৈনিক’, সোশ্যাল মিডিয়ায় প্ররোচনা আল-কায়েদা ও ISIS এর

রাষ্ট্রসংঘ: কোভিড-১৯ নিয়ে গুজব ছড়িয়ে নিজেদের ভিত পাকা করার চেষ্টা চালাচ্ছে জঙ্গি সংগঠন আল-কায়েদা এবং আইএসআইএস৷ তাদের দাবি, পশ্চিমী দেশ ও অমুসলিমদের  (কাফের) শিক্ষা দিতেই এই ভাইরাস পাঠিয়েছে আল্লা৷ করোনা ভাইরাসকে সামনে রেখে ষড়যন্ত্রের জাল বুনছে এই জিহাদি সংগঠনগুলি৷ এই ভাইরাসকে তারা জৈবিক অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্য প্ররোচিত করার চেষ্টা চালাচ্ছে৷ সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল রাষ্ট্রসংঘ৷ 

আরও পড়ুন- হাফিজ সইদকে কারাদণ্ড দিল পাকিস্থানের আদালত

রাষ্ট্রসংঘ এই রিপোর্টটির নাম দিয়েছে  ‘Stop the virus of disinformation: the malicious use of social media by terrorist, violent extremist and criminal groups during the COVID-19 pandemic’৷ এই রিপোর্টটি প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের ইন্টার রিজিওনাল ক্রাইম অ্যান্ড জাস্টিস রিসার্চ ইনস্টিটিউট (UNICRI)৷ ওই রিপোর্টে বলা হয়েছে, নিজেদের নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে আল-কায়েদা, আইএসআইএস-এর মতো জঙ্গি সংগঠনগুলি৷ সরকারের প্রতি অনাস্থা তৈরি করে ভাইরাসকে অস্ত্র করতে চাইছে তারা৷ রাষ্ট্রসংঘের রিপোর্টে আরও বলা হয়েছে, এই সন্ত্রাসবাদী ও জিহাদি গোষ্ঠীগুলি কোভিড-১৯ এর উৎপত্তি সম্পর্কে ক্রমাগত ষড়যন্ত্রমূলক তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে৷  

তারা বলছে, ‘‘করোনা ভাইরাস আল্লার সৈনিক। বছরের পর বছর ধরে মুসলিমদের ক্ষতিসাধন করা ইউরোপীয় দেশ ও অবিশ্বাসীদের (অমুসলিম) শাস্তি দিতেই এই ভাইরাস সৃষ্টি করেছে আল্লা। সুতরাং, শত্রুদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে দাও।”  একইভাবে জিহাদি সংগঠন ‘আল শাবাব’ আবার দাবি করেছে, ‘বিদেশি বাহিনী ও তাদের সমর্থকরাই করোনা ভাইরাস ছড়িয়েছে৷’ গ্লোবাল ফতোয়া ইনডেক্স কোভিড-১৯ সংক্রান্ত মেসেজগুলি চিহ্নিত করেছে৷ দেখা গিয়েছে আইএসআইএস এবং আল-কায়েদা ঘনিষ্ঠ গোষ্ঠীগুলিই এই গুজব ছড়াচ্ছে৷ 

আরও পড়ুন- মাউথওয়াশে মাত্র ৩০ সেকেন্ডেই খতম হবে করোনা, বলছে সমীক্ষা

রিপোর্ট বলছে, তাদের অনুগামীদের উদ্দেশে এই চরমপন্থী গোষ্ঠীগুলির স্পষ্ট নির্দেশ স্থানীয় সংখ্যালঘুদের মধ্যে হাঁচি বা কাশির মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে দিতে হবে৷ প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের এই রিপোর্ট প্রকাশিত হওয়র আগেই ‘করোনা জেহাদের’ বিষয়টি তুলে ধরেছিল ভারত। গত এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের তৎকালীন ডিজিপি দিলবাগ সিং জানিয়েছিলেন, করোনা আক্রান্তদের কাশ্মীর উপত্যকায় পাঠিয়ে ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =