বাংলাদেশে বিমান ছিনতাই, গুলি-আতঙ্ক

ঢাকা: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা৷ ওই বিমানে মধ্যে বিন্দুক নিয়ে তাণ্ডব দেখানো হচ্ছে বলে খবর৷ বিমান ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা৷ ইতিমধ্যেই বাংলাদেশের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে৷ ময়ূরপঙ্খী বিমানের বোয়িং-৭৩৭ মেডেলের। ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে

বাংলাদেশে বিমান ছিনতাই, গুলি-আতঙ্ক

ঢাকা: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা৷ ওই বিমানে মধ্যে বিন্দুক নিয়ে তাণ্ডব দেখানো হচ্ছে বলে খবর৷ বিমান ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা৷ ইতিমধ্যেই বাংলাদেশের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে৷

ময়ূরপঙ্খী বিমানের বোয়িং-৭৩৭ মেডেলের। ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল৷ জানা গিয়েছে, বিকেল সাড়ে চারটার দিকে বিমানটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে। সেখান থেকে বিমানটি দুবাই যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়৷

জানা গিয়েছে, বিমানটির ভেতরে অস্ত্র নিয়ে ঘুরছে বেশ কয়েকজন আততায়ী৷  গুলির শব্দও পাওয়া গিয়েছে৷ একজন গুলিবিদ্ধ হয়েছে বলেও খবর৷ এর পরপরই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিমানটি ঘিরে রাখে৷ যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানান বিমানের জনসংযোগ আধিকারিক শাকিল মিরাজ জানিয়েছেন৷

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি উৎপল বড়ুয়া জানান, বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা বিমানের ভেতরে ঢুকেছেন। যাত্রীরা সবাই নেমে গেছেন কিনা তা তল্লাশি করে দেখছেন তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =