কাঠমাণ্ডু: বিমানবন্দরের মাটি ছুঁতেই যাচ্ছিল বিমানটি৷ কিন্তু, তার কয়েক মুহূর্ত আগেই সব শেষ৷ ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের অভিশপ্ত বিমান৷ রবিবার ভয়বহ দুর্ঘটনার সাক্ষী থাকে নেপাল৷ আকাশে উড়তে উড়তে বিমানের ভিতরে ক্যামেরায় পোজ দিয়ে ভিডিয়ো বানিয়েছিলেন এক বিমানকর্মী। কিন্তু সেই ভিডিয়ো পোস্ট করার কয়েক মুহূর্ত পরেই যে এতবড় বিপদ আসবে, তা হয়তো ভাবতেই পারেননি তিনি। মর্মান্তিক দুর্ঘটনায় কেড়ে নিল তাঁর প্রাণ৷
আরও পড়ুন- উদ্ধার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স, জানেন তিন দশকে ২৭টি বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে নেপাল
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের জানা গিয়েছে, ওই বিমানকর্মীর নাম ওশিন অ্যালে। তিনি নেপালেরই বাসিন্দা৷ খুব কম সময়ের মধ্যেই টিকটকে নিজের ভিডিয়ো পোস্ট করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ওশিন। রবিবার ইয়েতি এয়ারলাইন্সের বিমানে যাত্রীদের দেখভালের দায়িত্ব ছিল তাঁর উপরে। সেই সঙ্গে বিমানে ওঠার পর টিকটকে পোস্ট করবেন বলে একটি ভিডিয়ো বানিয়েছিলেন তিনি। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজ বিকেল৷
The Air hostess in #YetiAirlinesCrash
Live life to the fullest as long as you are alive because death is unexpected!
Just sharing TikTok video of Air Hostess Oshin Magar who lost her life in #NepalPlaneCrash today
जहां भी रहो ऐसे ही रहो!
Rest in Peace !!💐#Nepal #planecrash pic.twitter.com/Bh6DBDnhnt— Deep Ahlawat 🇮🇳🎭 (@DeepAhlawt) January 15, 2023
বিমানে উঠে ভিডিয়ো করার পরই নিজের টিকটক অ্যাকাউন্টে সেই ভিডিয়ো পোস্ট করেছিলেন ওশিন। ভিডিয়োটি অবশ্য কোনও যাত্রী দেখা যায়নি৷ বিমানের আসনগুলি ছিল ফাঁকা। ফোনের সামনের ক্যামেরা অন করে ‘সেলফি মোড’-এ ভিডিয়োটি তৈরি করেছিলেন ওশিন।
রবিবার সকাল ১১টা নাগাদ ৬৮ জন যাত্রী এবং ৪ জন বিমানকর্মী নিয়ে রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে উড়ান দিয়েছিল ইয়েতি এয়ারলাইন্স সংস্থার ওই অভিশপ্ত বিমান। কিন্তু, অবতরণের মাত্র ১০ সেকেন্ড আগে বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে সেটি। দুর্ঘটনার দিন থেকেই এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ঘুরপাক খেতে শুরু করেছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>