বিশ্বে প্রথম ওষুধ তৈরি হয়েছে AI-র মাধ্যমে! আত্মপ্রকাশ শীঘ্রই

বিশ্বে প্রথম ওষুধ তৈরি হয়েছে AI-র মাধ্যমে! আত্মপ্রকাশ শীঘ্রই

কলকাতা: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কী কী করতে পারে তার ১০০ শতাংশ এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু অনেক কিছুই জে করতে পারে তা আন্দাজ এতদিনে নানা ক্ষেত্রে পাওয়া গিয়েছে। তবে বিশেষজ্ঞ মহলের মতে, আগামী ভবিষ্যতে এআই সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে স্বাস্থ্য ক্ষেত্রে। আর তার ‘শুরুয়াত’ হয়তো হয়ে গিয়েছে। কারণ, খুব সম্প্রতি আত্মপ্রকাশ হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি পৃথিবীর প্রথম ওষুধ! হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। 

হংকং-এর একটি স্টার্ট আপ কোম্পানি ২০২০ সালে এআই ব্যবহার করে এই ওষুধ তৈরি করেছিল বলে জানা গিয়েছে। সেই ওষুধটির দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চলতি সপ্তাহে শুরু হওয়ার কথা। আমেরিকা এবং চীনের ৪০টি হাসপাতালে আগামী ১২ সপ্তাহ ধরে এই ওষুধের ট্রায়াল দেওয়া হবে বলে খবর মিলেছে। সেটি সফল হলেই জলদি শুরু হয়ে যাবে তৃতীয় পর্যায়ের ট্রায়াল। সবক্ষেত্রে যদি এই ওষুধ সফলতা পায় তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই বাজারে চলে আসবে এআই নির্মিত বিশ্বের প্রথম ওষুধ। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস নামে এক প্রাণঘাতী ফুসফুসের রোগ সারাতে এই ওষুধের ব্যবহার করা হবে। 

বিশেষজ্ঞ মহল আরও জানিয়েছে, পৃথিবীর আরও বেশ কয়েকটি কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওষুধ তৈরির কাজ শুরু করে দিয়েছে। কিছুক্ষেত্রে চলছে তাদের ক্লিনিক্যাল ট্রায়ালও। কিন্তু হংকং-এর কোম্পানি যে ওষুধ বানাচ্ছে সেটি বিশ্বের প্রথম ওষুধ, যেটি ‘নভেল এ আই ডিসকভার্ড টার্গেট’ এবং ‘নভেল এআই জেনারেটেড ডিজাইন’-এ তৈরি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 5 =