আবার কি ভয়ঙ্কর সুনামি আছড়ে পড়বে? ৭.৭ মাত্রার ভূমিকম্প হতেই আশঙ্কা

আবার কি ভয়ঙ্কর সুনামি আছড়ে পড়বে? ৭.৭ মাত্রার ভূমিকম্প হতেই আশঙ্কা

নুমেয়া: বিরাট ভূমিকম্প আর তারপরেই চলে এল ভয়ানক সুনামির সতর্কতা। শেষ কয়েক মাসের মধ্যে বিশ্বের একাধিক জায়গায় বড় ভূমিকম্প দেখা গিয়েছে। সিরিয়া, তুরস্ক তো আছেই, ভারতের একাধিক জায়গাতেও ভূমিকম্প হয়েছে। তাই এবার সুনামি সতর্কতা আসতেই আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। তবে সুনামি আসলে তার প্রভাব ভারতে কতটা পড়বে তা এখনই বলা না গেলেও ভয় তো বেড়েই চলেছে। আসলে ২০০৪ সালের সেই স্মৃতি তো এখনও তাজা। 

জানা গিয়েছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউ ক্যালেডোনিয়ার ফরাসি উপনিবেশ লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে শুক্রবার সকালেই। এরপরেই দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলিতে জারি হয়েছে সুনামি সতর্কতা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠের ৩৮ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। সেই অর্থে খুব বেশি গভীরতা ছিল না তার, তাই সুনামি হলে তা যে মারাত্মক আকার নিতে পারে তার আশঙ্কা আছেই। ইতিমধ্যেই ভানুয়াতু, ফিজি ও নিউ ক্যালেডোনিয়াতে জারি হয়েছে সতর্কতা।