করাচি: আবারও জঙ্গি হানার ঘটনা ঘটল পাকিস্তানে। জানা গিয়েছে আত্মঘাতী জঙ্গি হামলার কারণে ৯ জন পুলিশের মৃত্যু হয়েছে। কোয়েটা থেকে প্রায় ১৬০ কিমি পূর্বে সিব্বিতে এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। পুলিশ মারফত জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ ট্রাকে গিয়ে ধাক্কা দেয় একটি বাইক। তাতেই বিস্ফোরণ ঘটে। আসলে বাইক আরোহী ছিল আত্মঘাতী জঙ্গি।
আরও পড়ুন- চিনের গবেষণাগার থেকেই করোনার ঢেউ! দাবি এই গোয়েন্দা সংস্থার
যে এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে চলছিল পশু মেলা। এক সপ্তাহের এই মেলার কারণে অনেক পুলিশ মোতায়েন করা ছিল সেখানে। এই নিরাপত্তারক্ষীদের একটি দলই ট্রাকে করে ফিরছিল আর সেই সময়ে আত্মঘাতী এক জঙ্গি বাইকে করে এসে ট্রাকের পিছনে ধাক্কা মারে। যদিও কারা এই কাজ করেছে তা এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ। এদিকে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে বিষয় হল, যে জায়গায় এই বিস্ফোরণ ঘটেছে সেই জায়গাটি বালুচিস্তান প্রদেশের রাজধানীর মধ্যে পড়ে। তাই পুলিশের অনুমান, বালুচের জঙ্গি গোষ্ঠী এই কাণ্ড ঘটিয়েছে কারণ তাদের সঙ্গে সরকারের দীর্ঘ দিনের লড়াই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ওষুদের জন্য হাহাকার পাকিস্তানে! Several medicines out of market in Pakistan” width=”560″>
এমনিতেই অর্থনৈতিক সঙ্কটে ভুগছে পাকিস্তান। তারপর রাজনৈতিক ডামাডোল তো রয়েছেই। এরই মাঝে বারবার এমন জঙ্গি হামলার ঘটনা পাকিস্তানকে আরও অস্বস্তির মধ্যে ফেলে দিচ্ছে। গত বছর এপ্রিল মাসে করাচি বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণে তিনজন চিনা নাগরিক সহ চার জনের মৃত্যু হয়েছিল।