পেঁয়াজের পর এবার লাফিয়ে বাড়ল নুনের দাম

ঢাকা: পেঁয়াজের পর এবার নুন৷ বাংলাদেশের রকেটের গতিতে বাড়ছে লবণের দাম৷ বাজারের স্বাভাবিক নীতি মেনে কিন্তু এই মূল্যবৃদ্ধি হচ্ছে না৷ প্রশাসন মনে করছে, এই মূল্যবৃদ্ধির পিছনে রয়েছে একটি অসাধু চক্র৷ কিছু ব্যবসায়ী গুজব ছড়িয়ে নুনের দাম বাড়িয়ে দিয়েছে৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, প্রশাসনকে বাধ্য হয়ে মাঠে নামতে হচ্ছে৷ পুলিশ সূত্রে পাওয়া খবর, বাংলাদেশের বিভিন্ন

পেঁয়াজের পর এবার লাফিয়ে বাড়ল নুনের দাম

ঢাকা: পেঁয়াজের পর এবার নুন৷ বাংলাদেশের রকেটের গতিতে বাড়ছে লবণের দাম৷ বাজারের স্বাভাবিক নীতি মেনে কিন্তু এই মূল্যবৃদ্ধি হচ্ছে না৷ প্রশাসন মনে করছে, এই মূল্যবৃদ্ধির পিছনে রয়েছে একটি অসাধু চক্র৷ কিছু ব্যবসায়ী গুজব ছড়িয়ে নুনের দাম বাড়িয়ে দিয়েছে৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, প্রশাসনকে বাধ্য হয়ে মাঠে নামতে হচ্ছে৷

পুলিশ সূত্রে পাওয়া খবর, বাংলাদেশের বিভিন্ন জেলায় গুজবে সুযোগ নিয়ে নুনের লাগামহীন দামে বিক্রির অভিযোগ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ রাজাবাজার, ফতেআলি বাজার-সহ ১৭ জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে৷ এদের পাঠানো হয়েছে সদর থানায়৷ বাকিদের অন্য থানায় পাঠানো হয়েছে৷

এক কর্তা জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে কি না, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ কিছুদিন ধরে বাংলাদেশে গুজব ছড়ায়, নুনের ভান্ডার শেষ হয়ে গিয়েছে৷ বাজারে আর নুন পাওয়া যাবে না৷ গুজবে বিশ্বাস করে সাধারন মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েন৷ আর সেই সুযোগে নুনের দাম বাড়িয়ে দিতে শুরু করে অসাধু চক্র৷ গতকাল প্রশাসন একটি বিবৃতি দিয়েছে, পরিকল্পিতভাবে গুজব রটানো হচ্ছে৷ যাতে বাজারে বিশৃংখলা তৈরি করা যায়৷ সেই কারণে সজাগ প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − five =