ইসলামাবাদ: অবশেষে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে হাজার বছরেরও বেশি পুরনো একটি মন্দির হিন্দুদের জন্য খুলে দেওয়া হয়৷ স্বাধীনতার পর এই প্রথম দরজা খুলল শাওয়ালা তেজা সিং মন্দিরের৷ হিন্দুদের সংখ্যা কম থাকায় মন্দিরটি এতদিন বন্ধ ছিল৷ ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের রেশ পড়েছিল মন্দিরেরও৷ আতত ক্ষতিগ্রস্ত ওই মন্দির৷
জোর করে ধর্মান্তরকরণ ইসলাম বিরুদ্ধ কাজ বলে মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ ইসলামাবাদে রাষ্ট্রপতির বাসভবনে জাতীয় সংখ্যালঘু দিবস উপলক্ষে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, সংখ্যালঘুরা যাতে তাঁদের ধর্মীয় অনুষ্ঠান সঠিকভাবে পালন করতে পারে, তাও নিশ্চিত করতে হবে আমাদের৷ স্বয়ং হজরত মহম্মদও সংখ্যালঘুদের স্বাধীনতা ও ধর্মাচরণের পক্ষে ছিলেন৷