imran khan
ইসলামাবাদ: তোষাখানা মামলায় জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু সেই জামিনের পর স্বস্তি পাওয়া বেশিক্ষণ স্থায়ী হল না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য। কারণ জামিন পাওয়ার পর আবার গ্রেফতার করা হয়েছে তাঁকে। এবার সাইফার মামলায় গ্রেফতার তিনি। আগামীকাল অর্থাৎ বুধবার তাঁকে ফের আদালতে তোলা হবে।
গত ৫ আগস্ট তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লক্ষ টাকার জরিমানাও করা হয়। কিন্তু শেষে ইসলামাবাদ হাইকোর্ট তাঁর সাজা স্থগিত করে তাঁকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছিল। এতে চরম স্বস্তি পেয়েছিলেন ইমরান খান কারণ সাজা হলে পরবর্তী পাঁচ বছর কোনও নির্বাচন লড়তে পারতেন না তিনি। যদিও এখন আবার নতুন ঝামেলায় পড়লেন তিনি। এক মামলায় স্বস্তি মিললেও অন্য মামলায় আবার গ্রেফতার।
তবে কী এই সাইফার মামলা? জানা গিয়েছে, প্রধানমন্ত্রী পদ থেকে তাঁকে সরানো নিয়ে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ইমরান খান। দাবি ছিল, আমেরিকা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন। সেই নথি নিয়েই যত বিতর্ক। দাবি করা হয়েছে, ওই নথি সাইফার অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ ছিল। তবে তা অস্বীকার করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।