বেজিং: অবশেষে জনসমক্ষে আত্মপ্রকাশ করলেন জ্যাক মা। প্রায় তিন মাসের অজ্ঞাতবাসের পর শেষমেষ মানুষের সামনে দেখা দিলেন চিনের বিশিষ্ট ব্যবসায়ী জ্যাক। বুধবার গ্রামাঞ্চলে শিক্ষার প্রসার সম্পর্কিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় তাকে। জ্যাকের খোঁজ মিলতেই শেয়ারবাজারে জ্যাকের সংস্থার আলিবাবার শেয়ারে ৪ শতাংশ বৃদ্ধি ঘটে।
চিনা কর্পোরেট সংস্থা আলিবাবা এবং শেয়ার সংস্থা অ্যান্ট গ্রুপের মালিক জ্যাক মা। চিনের সবচেয়ে প্রশংসিত ও আলোচিত ব্যবসায়ী হিসেবে তার বিশ্বজোড়া খ্যাতি। সেই জ্যাককেই গত বছরের অক্টোবর মাস থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি তিনি বেঁচে আছেন কিনা সে বিষয়েও প্রশ্ন উঠেছিল কূটনৈতিক মহলে। যদিও তার অনুপস্থিতিতে তার দুই সংস্থা বহাল তবিয়তেই চলছিল।
অনেকের মতে জ্যাকের নিখোঁজ হওয়ার পেছনে অন্যতম কারণ, তার চিনা সরকারের উপর প্রশ্ন তোলা। তাদের ধারণা শি জিনপিংয়ের সরকারের সমালোচনা করতেই নিজেকে বাইরের জগৎ থেকে গুটিয়ে নিতে হয়েছিল জ্যাককে। বিশ্বজোড়া খ্যাতির জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জ্যাকের ডাক অনুপ্রেরণামূলক বক্তৃতা দেওয়ার জন্য। গত বছর সাংঘাইতে সেরকমই একটি বক্তৃতায় জ্যাক আর্থিক নিয়ন্ত্রণে পাবলিক সেক্টরের ব্যাঙ্কগুলিকে তুমুল কটাক্ষ করেন। তীব্র সমালোচনা করেন চিনের কমিউনিস্ট সরকারেরও। তারপরেই আচমকা উধাও হয়ে যান আলিবাবার প্রতিষ্ঠাতা।
প্রায় তিন মাস পর জনসমক্ষে ফিরে আসলে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে মিমের বন্যা বয়ে যায়। কখনও জনপ্রিয় মার্ভেল কমিকসের ব্ল্যাক প্যান্থার এর সঙ্গে, আবার কখনও ভারতীয় সুপারস্টার রজনীকান্তের সঙ্গে তার তুলনা করা হয়। তবে বুধবারের ভার্চুয়াল অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যোগ দেওয়ায় তার বর্তমান অবস্থান সম্পর্কে সেরকম কিছুই জানা যাচ্ছে না।