৭২ বছর পর হিন্দু মন্দিরের দরজা খুলল মুসলিম এই রাষ্ট্র

পাকিস্তান : ১৯৯২ সাল৷ বাবরি মসজিদের উপর তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে হিংসার আগুন৷ সেই আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশী পাকিস্তানেও৷ বাবরি মসজিদ ধ্বংসের জেরে হিংসার রোষাণলে পড়ে পাকিস্তানে বেশ কিছু হিন্দু মন্দির৷ সেখানেও চলে তাণ্ডব৷ ধ্বংসের চেষ্টা হয় মন্দিরে৷ পাকিস্তানের শিয়ালকোটে ধর্মীয় হিংসার জেরে প্রাচীন হিন্দু মন্দির ক্ষতিগ্রস্থ হয়৷ দেশভাগের পর এই মন্দিরে পড়ে

৭২ বছর পর হিন্দু মন্দিরের দরজা খুলল মুসলিম এই রাষ্ট্র

পাকিস্তান : ১৯৯২ সাল৷ বাবরি মসজিদের উপর তাণ্ডবের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে হিংসার আগুন৷ সেই আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশী পাকিস্তানেও৷ বাবরি মসজিদ ধ্বংসের জেরে হিংসার রোষাণলে পড়ে পাকিস্তানে বেশ কিছু হিন্দু মন্দির৷ সেখানেও চলে তাণ্ডব৷ ধ্বংসের চেষ্টা হয় মন্দিরে৷ পাকিস্তানের শিয়ালকোটে ধর্মীয় হিংসার জেরে প্রাচীন হিন্দু মন্দির ক্ষতিগ্রস্থ হয়৷ দেশভাগের পর এই মন্দিরে পড়ে যায় তালা৷ বন্ধ হয়ে পুজোপাঠ৷ টানা প্রায় ৭২ বছর পর ফের পাকিস্তানি হিন্দুদের কাছে খুলে গেল বন্ধ মন্দিরের দরজা৷ পাক সরকারের উদ্যোগে খুলা হল এই মন্দির৷

স্থানীয় হিন্দুদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পাকিস্তান সরকার৷ মন্দিরটির বয়স প্রায় এক হাজার  বছরেরও বেশি৷ স্থানীয় হিন্দুদের দাবি মেনেই দেশভাগের পর এই মন্দিরের সংস্কার করে তা পুনঃরায় খুলে দেওয়া হল সাধারণ মানুষের জন্য৷ ট্রাস্টের তরফে জানানো হয়েছে এলাকায় ইতিমধ্যে প্রায় ২০০০ হিন্দু বসবাস করে৷ পাক সরকারি পরিসংখ্যান অনুসারে পাকিস্তানে এখন প্রায় ৭৫ লক্ষ হিন্দুর বাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − three =