মাঝ আকাশেই প্রসব বেদনা, বিমান মাটি ছোঁয়ার আগেই মা হলেন আফগান তরুণী

মাঝ আকাশেই প্রসব বেদনা, বিমান মাটি ছোঁয়ার আগেই মা হলেন আফগান তরুণী

কাবুল:  তালিবানি দাপটে দেশ ছেড়ে ভিন দেশে পাড়ি দিয়েছিলেন তিনি৷ বিমান তখন মাঝ আকাশে৷ এরই মধ্যে উঠল প্রসব বেদন৷ যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন আফগান অন্তঃসত্ত্বা মহিলা৷ অবশেষে আকাশে মার্কিন এয়ারফোর্সের বিমানেই সন্তানের জন্ম দিলেন তিনি৷ মা ও সন্তান দু’জনের সুস্থ আছেন বলে জানা গিয়েছে৷ 

আরও পড়ুন- পঞ্জশির দখলে শয়ে শয়ে ‘যোদ্ধা’ পাঠাচ্ছে তালিবান, জবাব দিতে প্রস্তুত মাসুদ বাহিনী

আফগানিস্তান থেকে মার্কিন এয়ার ফোর্সের বিমান সি-১৭ এ করে জার্মানি যাচ্ছিলেন ওই মহিলা৷ বিমানের মধ্যেই প্রসব যন্ত্রণা ওঠে তাঁর৷ ওই আফগান মহিলার শারীরিক অবস্থা তখন উদ্বেগ জনক৷ বিমান আরও উপরে উঠলে শ্বাসকষ্ট শুরু হতে পারে তাঁর৷ দেখা দিতে পারে প্রাণ সংশয়৷ সেই অবস্থায় দ্রুত বিমান নীচের দিকে নামানোর সিদ্ধান্ত নেন পাইলট৷ বিমানটি জার্মানির মাটি ছুঁই ছুঁই, তখন বিমানেই প্রবস করেন ওই মহিলা৷

মার্কিন সেনার তরফে জানানো হয়, উচ্চতার জন্য প্রসবে সমস্যা দেখা দিয়েছিল৷ পরিস্থিতি বিচার করে পাইলট তথা কম্যান্ডার দ্রুত উচ্চতা কিছুটা কমিয়ে বায়ুরচাপ নিয়ন্ত্রণ করেন। যার জেরে মা ও সন্তানের প্রাণ রক্ষা পায়। পরে বিমানে উপস্থিত মার্কিন সেনারাই ওই মহিলারে প্রসবে সাহায্য করেন৷ কিন্তু পাইলট যদি তৎপরতার সঙ্গে বিমানের উচ্চতা না কমাতেন, তাহলে মারাও যেতে পারতেন ওই অন্তঃসত্ত্বা৷ জার্মানি পৌঁছনোর পরেই মা ও সদ্যোজাতকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ 

আরও পড়ুন- তালিবানি অত্যাচার, ১০ বছর পুরুষ সেজে ছিলেন এই আফগান মহিলা

গোটা দেশ তালিবানের কব্জায় যাওয়ার পর আতঙ্কে দেশ ছাড়তে শুরু করেছেন বহু মানুষ৷ এখনও পর্যন্ত ১৭ হাজার মানুষকে সরিয়ে এনেছে মার্কিন বিমান৷ অন্যান্য দেশও উদ্ধার কাজ চালাচ্ছে৷ ভারতীয়দের উদ্ধার করে আনছে এয়ার ইন্ডিয়া৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *