ওয়াশিংটন: আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লক্ষের দোড় গড়ায় পৌঁছে গেল। আমেরিকায় করোনার জেরে এক লক্ষ ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু রবিবার আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৪৮৩ জন। আমেরিকায় ফ্লোরিডা, টেক্সাস ও লুজিয়ানায় করোনায় মৃতের সংখ্যা সব থেকে বেশি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ৫’ সফল হওয়ার আসল রহস্য কি?
আমেরিকার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, এই সময় দেশে ফ্লুতে বহু মানুষ আক্রান্ত হন প্রতি বছর। যার ফলে আমেরিকায় করোনা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে চলেছে। জানা গিয়েছে, আমেরিকায় ৫৪ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে মার্কিন বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংখ্যা আরও বেশি। অনেক ক্ষেত্রেই করোনা পরীক্ষা সঠিকভাবে না হওয়ার কারণে আক্রান্তের সঠিক সংখ্যা জানা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন- বিশ্বের দ্বিতীয় করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পথে চিন
আমেরিকার বেশিরভাগ রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তবে বেশ কয়েকটি রাজ্য যেমন হাওয়াই, সাউথ ডাকোটা-সহ বিভিন্ন প্রদেশে করোনা পরিস্থিতি নতুন করে খারাপ হতে শুরু করেছে। তবে আমেরিকায় শরৎ ও শীতকালে ফ্লুয়ের প্রকোপ দেখতে পাওয়া যায়। আমেরিকায় ইতিমধ্যে শরৎকাল চলে এসেছে। যার ফলে করোনা পরিস্থিতি নতুন করে খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সারা বিশ্বে ২ কোটি ১৬ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সাত লক্ষের বেশি মানুষের করোনার জেরে মৃত্যু হয়েছে। তবে বিশ্বে মোট আক্রান্ত ও মৃত্যুর চার ভাগের এক ভাগ শুধু আমেরিকাতে হয়েছে। তবে ব্রাজিল ও ভারতে করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। আমেরিকায় যখন করোনা সংক্রমণ চরম আকার নেয়, তখন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, তিনি সফল হবেন, যদি মৃত্যুর সংখ্যা ২ লক্ষের মধ্যে বেঁধে রাখা যায়৷ কিন্তু, এবার ভোটের আগে ট্রাম্পকে আরও বিপাকে ফেলতে চলেছে করোনায় মৃত্যুর পরিসংখ্যান৷