প্রায় ৩ কিলোমিটা এলাকা গিলে খেল আগ্নেয়গিরি

জাকার্তা: ইন্দোনেশিয়ায় মাউন্ট অগুঙ্গ আগ্নেয়গিরিতে অগ্ন্যুত্পাতের জেরে বেশ কয়েক ঘণ্টা বালি বিমানবন্দরে বিমান চলাচল ব্যহত হয়। শুক্রবার রাতে থেকে বেশ কিছু উড়ান বাতিল করে দেয় কর্তৃপক্ষ। তবে শনিবার থেকে ফের তা চালু হয়েছে। অগ্ন্যুত্পাতের ফলে ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের দক্ষিণ ভাগের বিস্তীর্ণ অঞ্চলে ছাইয়ে ঢেকে যায়। অন্তত ৯টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, স্থানীয়দের ভয়ের কোনও

প্রায় ৩ কিলোমিটা এলাকা গিলে খেল আগ্নেয়গিরি

জাকার্তা: ইন্দোনেশিয়ায় মাউন্ট অগুঙ্গ আগ্নেয়গিরিতে অগ্ন্যুত্পাতের জেরে বেশ কয়েক ঘণ্টা বালি বিমানবন্দরে বিমান চলাচল ব্যহত হয়। শুক্রবার রাতে থেকে বেশ কিছু উড়ান বাতিল করে দেয় কর্তৃপক্ষ। তবে শনিবার থেকে ফের তা চালু হয়েছে।

অগ্ন্যুত্পাতের ফলে ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের দক্ষিণ ভাগের বিস্তীর্ণ অঞ্চলে ছাইয়ে ঢেকে যায়। অন্তত ৯টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, স্থানীয়দের ভয়ের কোনও কারণ নেই। শুক্রবার রাতে প্রায় সাড়ে চার মিনিট এই অগ্ন্যুত্পাত স্থায়ী ছিল। জ্বালামুখ থেকে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত এলাকায় লাভা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 6 =