২৪ বছর বাংলায় আশ্রয়! দেশে ফিরতেই ফাঁসিতে ঝুলল বঙ্গবন্ধুর খুনি

২৪ বছর বাংলায় আশ্রয়! দেশে ফিরতেই ফাঁসিতে ঝুলল বঙ্গবন্ধুর খুনি

ঢাকা: প্রায় ২৪ কলকাতায় লুকিয়ে থেকেও শেষ রক্ষা হল না৷ ঢাকায় ফিরতেই বঙ্গবন্ধুর খুনিকে ঝোলানো হল ফাঁসিতে৷ মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আবদুল মাজেদের ফাঁসি নির্দেশ কার্যকর হয়েছে বাংলাদেশের হাসিনা সরকার৷

এর আগে গত সপ্তাহে ঢাকার গাবতলি এলাকা থেকে আবদুল মাজেদকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ৷ গত মঙ্গলবার আদালতে অভিযুক্ত আবদুল মাজেদ জানান, তিনি ২৪ বছর কলকাতায় আত্মগোপন করে ছিলেন৷ দীর্ঘ সওলা জবাবের বুধবার মৃত্যুপরোয়ানা জারি করে ঢাকার জেলা ও দায়রা জজ৷ গ্রেফতারির এক সপ্তাহের মধ্যে বঙ্গবন্ধুর খুনির মৃত্যুদণ্ড কার্যকর করল হাসিনা সরকার৷

১৯৭৫ সালের ১৫ অগাস্ট৷ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-সহ তাঁর গোটা পরিবারকে হত্যা করা হয়৷ জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের নানা পদে আসীন করেন৷ অভিযুক্ত আবদুল রাষ্ট্রদূতের পদ যোগ দেন৷ তারপর পদ্মা দিয়ে বয়েছে বহু জল৷ ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে পালায় অভিযুক্ত রাষ্ট্রদূত!

বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, বঙ্গবন্ধুর খুনি মার্চের মাঝামাঝি সময় উত্তরবঙ্গ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে৷ ৬ এপ্রিল গ্রেফতার করা হয় অভিযুক্তকে৷ পরে গভীর রাতে ফাঁসিতে ঝোলানো হয় বঙ্গবন্ধুর খুনিকে৷ তবে, এখনও পলাত বঙ্গবন্ধুর আরও ৫ খুনি৷ বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মশতবর্ষ পালনের মধ্যেই খুনির ফাঁসির ঘটনায় তোলপাড় বাংলাদেশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 8 =