টাওয়ারে উঠে প্রধানমন্ত্রী হওয়ার আবদার যুবকের

করাচি: প্রধানমন্ত্রী হওয়ার দাবি নিয়ে টাওয়ারে চড়ে বসলেন মোহাম্মদ আব্বাসি নামের এক পাক নাগরিক। ইসলামাবাদের ব্লু এরিয়ায় একটি মোবাইল টাওয়ারের মাথায় চড়ে বসেন তিনি। তার দাবি ছিল, ইমরান খান অযোগ্য। দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ তিনি। তাঁকে সরিয়ে দিতে হবে। বিনিময়ে আব্বাসিকেই প্রধানমন্ত্রী বানাতে হবে। ইমরানকে সরিয়ে দিয়ে তাকে ক্ষমতায় বসালেই পাকিস্তানকে এমতাবস্থা থেকে উত্তোরণ করা

টাওয়ারে উঠে প্রধানমন্ত্রী হওয়ার আবদার যুবকের

করাচি: প্রধানমন্ত্রী হওয়ার দাবি নিয়ে টাওয়ারে চড়ে বসলেন মোহাম্মদ আব্বাসি নামের এক পাক নাগরিক। ইসলামাবাদের ব্লু এরিয়ায় একটি মোবাইল টাওয়ারের মাথায় চড়ে বসেন তিনি। তার দাবি ছিল, ইমরান খান অযোগ্য। দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ তিনি। তাঁকে সরিয়ে দিতে হবে। বিনিময়ে আব্বাসিকেই প্রধানমন্ত্রী বানাতে হবে। ইমরানকে সরিয়ে দিয়ে তাকে ক্ষমতায় বসালেই পাকিস্তানকে এমতাবস্থা থেকে উত্তোরণ করা সম্ভব। খবর পেয়ে হাজির হয় ইসলামাবাদ পুলিশও। বেশ কয়েকবার তাকে অক্ষত উদ্ধার করে নিচে নামানোর জন্য পুলিশের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয়। মোহাম্মদ আব্বাস আরও দাবি করেন, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলিয়ে দিলেই তবে তিনি নামবেন। স্বাভাবিকভাবেই দাবি ও দাবি আদায়ের পন্থাটি নজর কাড়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। এদিকে কোনও উপায় না দেখে, ইসলামাবাদ পুলিশ ছলনার পথ বেছে নেয়। শফত আলী নামে স্থানীয় এক মিমিক্রি আর্টিস্টকে ডেকে পাঠানো হয়। মাইকে ইমরান খানের গলা নকল করে কথা বলতে শুরু করেন তিনি। ইমরান খানের গলার স্বরে তিনি ওই ব্যক্তির সব দাবি রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দেন। তাতেই কাজ হয়ে যায়। ইমরান খানের সঙ্গে কথা বলেছেন ভেবে পাঁচ মিনিটের মধ্যে টাওয়ার থেকে নেমে আসেন আব্বাস। আপাতত পাক প্রধানমন্ত্রীর গদিতে বসার সৌভাগ্য হয়নি। তবে পাক কারাগারের ঢোকার সৌভাগ্য হয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =