‘আব কি বার ট্রাম্প সরকার’, ডোনাল্ডের নির্বাচনী প্রচার মোদির

ওয়াশিংটন: দু’দেশের সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে এবার ট্রাম্পের হয়ে কার্যত নির্বাচনী প্রচার সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ স্থানীয় সময় রাত ১১টা নাগাদ আমেরিকার হিউস্টনে ভারত আমেরিকার যৌথ সরকারি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে দাঁড় করিয়ে মার্কিন নির্বাচনের প্রচার করেন মোদি৷ একই সঙ্গে ঘুরিয়ে আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের ট্রাম্পকে সমর্থন করার

‘আব কি বার ট্রাম্প সরকার’, ডোনাল্ডের নির্বাচনী প্রচার মোদির

ওয়াশিংটন: দু’দেশের সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে এবার ট্রাম্পের হয়ে কার্যত নির্বাচনী প্রচার সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আজ স্থানীয় সময় রাত ১১টা নাগাদ আমেরিকার হিউস্টনে ভারত আমেরিকার যৌথ সরকারি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে দাঁড় করিয়ে মার্কিন নির্বাচনের প্রচার করেন মোদি৷ একই সঙ্গে ঘুরিয়ে আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের ট্রাম্পকে সমর্থন করার বার্তা দিয়েছেন তিনি৷

এদিন ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা আমাদের শ্রেষ্ঠ বন্ধু৷ আমার বন্ধু৷ আমাদের পরিবারে আপনাকে স্বাগত৷ আমেরিকার অগ্রগতি গোটা বিশ্বের কাছে ঈর্ষণীয়৷ দু’দেশ একে অপরের সঙ্গে সহযোগিতা করে উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে চাই৷ আর সেই কারণে, দরকার আব কি বার ট্রাম্প সরকার৷’’ পাল্টা মোদিকে ধন্যবাদ দিতে ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি জানান, আমেরিকার বিশ্বস্ত বন্ধু মোদি৷ ভারতের কৃতিত্ব আমরা কখনও ভুলতে পারব না৷ ভারতের কাছে আমরা ঋণী৷

এদিন টেকসাসের হিউস্টনে প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত জমায়েত করেন মোদি-ট্রাম্পের জনসভায়৷ জনসভায় প্রায় ভারতীয় ভোটারদের দেখে উচ্ছ্বসিত হন ট্রাম্প৷ সুযোগ বুঝে নিজের সরকারের উন্নয়নের ঢাক পেটাতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট৷ মার্কিন সরকার কী কী করেছেন, কর্মসংস্থানের কী হাল তার একাধিক পরিসংখ্যান তুলে ধরেন তিনি৷

এই দিনের অনুষ্টানটি ভারত-মার্কিন সরকারি অনুষ্ঠান হলেও আদতে তা যে নির্বাচনী প্রচারের পরিণত হয়ে ওঠে৷ কেননা, আগামী বছরেই ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করবে আমেরিকা৷ ফলে প্রস্তুতি হিসেবে আজ ভারতীয়দের মোন পেতে শেষ সুযোগটিও কাজে লাগিয়ে ফেললেন ট্রাম্প৷ আগামী দিনে মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, জঙ্গি দমনে ভারতের পাশে থাকার বার্তা দেন ট্রাম্প৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *