ফনি আতঙ্কের মধ্যেই বড়সড় ভূমিকম্পের সতর্কতা

কলকাতা: ফনির জেরে বিদ্ধস্ত গোটা দেশ। সকাল ৯টায় আছড়ে পড়ে ফনি ওড়িশা উপকুলে। তার জেরে বৃষ্টিপাত শুরু কলকাতা সহ আরও কয়েকটি জেলায়। তবে ভয়ের শেষ এখানেই নয়, শোনা যাচ্ছে শুক্রবার বিশ্বের যে কোন প্রান্তে হতে পারে ভূমিকম্প। তার কারণ পৃথিবী, চাঁদ ও নেপচুন একই সরলরেখায় অবস্থান করছে। ফনির সঙ্গেই আসছে ভয়ঙ্কর দুর্যোগ। গোটা পৃথিবীকেই এই

ফনি আতঙ্কের মধ্যেই বড়সড় ভূমিকম্পের সতর্কতা

কলকাতা: ফনির জেরে বিদ্ধস্ত গোটা দেশ। সকাল ৯টায় আছড়ে পড়ে ফনি ওড়িশা উপকুলে। তার জেরে বৃষ্টিপাত শুরু কলকাতা সহ আরও কয়েকটি জেলায়। তবে ভয়ের শেষ এখানেই নয়, শোনা যাচ্ছে শুক্রবার বিশ্বের যে কোন প্রান্তে হতে পারে ভূমিকম্প। তার কারণ পৃথিবী, চাঁদ ও নেপচুন একই সরলরেখায় অবস্থান করছে। ফনির সঙ্গেই আসছে ভয়ঙ্কর দুর্যোগ।

গোটা পৃথিবীকেই এই মুহূর্তে দুর্যোগ মোকাবেলা করতে প্রস্তুত থাকার নির্দেশ জারি করা হয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞ ফ্রাঙ্ক হুগার বিটস জানিয়েছেন বৃহস্পতি, বুধ, শুক্র ও নেপচুনের অবস্থান জনিত কারণে পৃথিবীতে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রবল। যার মাত্রা হবে রিখটার স্কেলে ৭। বর্তমানে সারাদেশের মানুষ আতঙ্কে। তবে প্রশাসন থেকে সমস্ত রকম সহায়তা করা হবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + four =