সদ্যোজাতের আগমনে আতসবাজি জ্বালিয়ে উৎসব, ভূমিকম্পের মতো কাঁপল শহর

সদ্যোজাতের আগমনে আতসবাজি জ্বালিয়ে উৎসব, ভূমিকম্পের মতো কাঁপল শহর

 
ইংল্যান্ড: সদ্যোজাতের আগমনের আনন্দে উচ্ছ্বসিত হয়ে আতসবাজি ফাটিয়ে শহর কাঁপালেন দম্পতি৷ সেই কম্পনের মাত্রা এতটাই ছিল যাতে সারা শহর কেঁপে উঠল ভূমিকম্পের মতো তীব্র আলোড়নে।

এ হেন চাঞ্চল্যকর ঘটনাটি এদেশের নয়৷ সম্প্রতি ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের নিউ হ্যাম্পশায়ারে। নিউ হ্যাম্পশায়ারের পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দম্পতি উল্লাস করার জন্য লোকালয়ে ৩৬ কেজি আতসবাজি একসঙ্গে ফাটানোর ঝুঁকি না নিয়ে শহরের একটি ফাঁকা জায়গা বেছে নিয়েছিলেন তাঁরা। এর জন্য তাঁরা বেছে নিয়েছিলেন শহরের মধ্যে যেখানে আগ্নেয়াস্ত্রের প্রয়োগ শেখানো হয় সেই জায়গাটি। কিন্তু তাঁদের তরফে ভুল হয়, ওই ৩৬ কেজি বাজি একসঙ্গে ফাটানোর ব্যাপারে। ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে এক দিকে যেমন কানে তালা ধরে যাওয়ার মতো আওয়াজ সৃষ্টি হয়, তেমনই গোটা শহর কেঁপে ওঠে ভূমিকম্পের মতো তীব্র আলোড়নে।

এই প্রসঙ্গে শহরের এক বাসিন্দা পুলিশকে জানিয়েছেন, ওই ভয়ানক আওয়াজ কানে আসার পর কয়েক মুহূর্তের জন্য তাঁর নড়াচড়ার ক্ষমতা হারিয়ে গিয়েছিল। বুঝতেই পারছিলেন না শহরে কী হচ্ছে৷ আর তার পরেই তুমুল আলোড়নে কেঁপে ওঠে পায়ের তলার মাটি, তাঁর বাড়িও দুলতে থাকে। আর একজন শহরবাসীর কথায়, সেই আলোড়নের মাত্রা এতটাই তীব্র ছিল যে তাঁর বাড়ির দেওয়াল থেকে বাঁধানো ছবি খসে পড়ে যায়৷ শহরের অনেক বাড়িই যে এই তীব্র আলোড়নে কেঁপে উঠেছে, তা জানিয়েছে পুলিশও।

প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে পুত্রসন্তানের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করতেই এই ধরনের কাজ করেছেন ওই দম্পতি। তবে তাঁদের নাম পুলিশ প্রকাশ করেনি। পুলিশের তরফে শুধু জানানো হয়েছে, এই বিস্ফোরণ লাগামছাড়া হলেও ওই দম্পতি সুস্থ আছেন, বিস্ফোরণে তাঁদের কোনও ক্ষতি হয়নি। ওই দম্পতিকে কে বা কারা এই বিপুল পরিমাণ বাজির জোগান দিয়েছেন, আপাতত সেটা খুঁজে বের করার করছে নিউ হ্যাম্পশায়ার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *