কাউকে পরোয়া করেন না! নিজের ঠিকানা জানিয়ে দিলেন জেলেনস্কি

কাউকে পরোয়া করেন না! নিজের ঠিকানা জানিয়ে দিলেন জেলেনস্কি

কিয়েভ: তিনবার রাশিয়া তাঁকে হত্যা করার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছে বলে ইউক্রেন সরকার দাবি করেছে। জল্পনা ছড়িয়েছিল যে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন। পোল্যান্ড গিয়ে গা ঢাকা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট এমন খবরও ছিল। কিন্তু সমস্ত জল্পনা ধুলিস্মাত করে জেলেনস্কি নিজের ঠিকানা জনসমক্ষে বলে দিলেন। পাশাপাশি এও জানালেন যে, তিনি কাউকে পরোয়া করেন না।

আরও পড়ুন- গণতন্ত্রের লজ্জা, বিজেপি নাটক করেছে! বিধানসভার ঘটনায় ক্ষুব্ধ মমতা

এদিন নিজের ঠিকানা বলে দিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, তিনি কিয়েভের বানকোভা স্ট্রিটে রয়েছেন এবং তিনি কোথাও পালিয়ে যাচ্ছেন না। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, কাউকে ভয় করেন না তিনি। রাশিয়ার সঙ্গে এই যুদ্ধে জিততে যা করার তিনি তাই করতে রাজি এবং করবেনও। স্পষ্ট বার্তা দিলেন জেলেনস্কি। সম্প্রতি একাধিকবার রাশিয়া যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল। কিন্তু ইউক্রেনের সেটা নাটক ছাড়া কিছু লাগেনি। এদিকে রাশিয়াও কড়া বার্তা দিয়ে জানিয়েছে, তারা যে লক্ষ্যে নেমেছে তা পুরণ না হলে ইউক্রেনকে ছাড়বে না। এক কথায়, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়। তার ওপর এইভাবে নিজের বর্তমান ঠিকানা প্রকাশ্যে দিয়ে জেলেনস্কি রাশিয়াকে যে চ্যালেঞ্জ করলেন তা পুতিন সরকার কী ভাবে নেয় সেটাও দেখার।

তবে রাশিয়ার জন্য এই যুদ্ধ বিশ্বের আঙ্গিকে ভারি পড়ছে। কারণ বিরাট সংখ্যক নিষেধাজ্ঞা জারি হয়েছে তাদের ওপর। সম্প্রতি ৭৭৮ টি নতুন নিষেধাজ্ঞা জারি হয়েছে পুতিনের দেশের ওপর। সব মিলিয়ে নিষেধাজ্ঞার সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। আসল সংখ্যা ৫ হাজার ৫৩০। এই নিষেধাজ্ঞার নিরিখেই ইরান এবং উত্তর কোরিয়াকে টপকে গিয়েছে তারা। কিছুদিন আগেই এক সমীক্ষা চালিয়েছিল ক্যাস্টেলাম ডট এআই। তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় নিয়েই কাজ করে। এই তথ্য দিয়েছে সেই সংস্থাই। রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা জারি করেছে সুইৎজারল্যান্ড (৫৬৮), তারপর রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (৫১৮)। এদিকে ফ্রান্স (৫১২), আমেরিকা (২৪৩) তারপরেই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twelve =