দোহা: বিশ্বকাপ শুরুর পর এলজিবিটিকিউ সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে রামধনু শার্ট পরে কাতারে স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। এই ‘অপরাধে’ তাঁকে আটকও করা হয়েছিল। এরপর থেকেই নাকি তাঁকে হুমকি দেওয়া হত বলে অভিযোগ উঠেছিল। সেই মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়ালের রহস্যজনক মৃত্যু হল আর্জেন্টিনা-নেদারল্যান্ড ম্যাচ চলাকালীন। স্টেডিয়ামেই ম্যাচ কভার করছিলেন তিনি। ইতিমধ্যেই তাঁর মৃত্যু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হৃদরোগ নাকি অন্য কিছু, আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন- মাত্র ২৩,৯৮০ টাকায় মিলছে iPhone 13! ব্ল্যাক ফ্রাইডে সেলে কী ভাবে লুটবেন ফায়দা?
আমেরিকার ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়ালের ভাই জানিয়েছেন, তিনি সমকামী এবং তাঁর জন্যই গ্রান্ট বিশ্বকাপে রামধনু টি-শার্ট পরেছিলেন। তাঁর অভিযোগ, দাদাকে খুন করা হয়েছে। কারণ ওই শার্ট পরার পর থেকেই নানাভাবে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। এদিকে জানা গিয়েছে, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন গ্রান্ট অচৈতন্য হয়ে পড়লে তাঁকে সিপিআর দেওয়া হয়। কিন্তু তাতে লাভ না হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বেরনো হয়েছিল। তবে তাঁকে নিয়ে যাওয়ার সময়ে মৃত্যু হয়েছে নাকি চিকিৎসা চলাকালীন, তাও জানা যায়নি।
গ্রান্টের ভাই এরিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন, তাঁর ভাই সুস্থই ছিল। ফলে ওঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা তিনি কখনই মানতে পারছেন না। তাঁর দৃঢ় বিশ্বাস যে গ্রান্টকে খুন করা হয়েছে। এই ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন এরিক।