দেশের সুরক্ষায় এবার হাতে অস্ত্র তুললেন ইউক্রেনের অলিম্পিকজয়ী শুটার

দেশের সুরক্ষায় এবার হাতে অস্ত্র তুললেন ইউক্রেনের অলিম্পিকজয়ী শুটার

কিয়েভ: ইউক্রেন রাশিয়ার সংঘাতে কার্যত ছাড়খার ইউক্রেনের একাধিক শহর। ইতিমধ্যেই দুই দেশের মধ্যকার এই যুদ্ধ পার করেছে ৮০ দিন। দিন যত এগিয়েছে তত আরও জোরালো হয়েছে রাশিয়ার আক্রমণ। রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হানায় ইতিমধ্যেই ইউক্রেনের একাধিক গুরুত্বপূর্ণ শহর যেমন রাজধানী কিয়েভ, খারকিভ, চেরনোবিল, সুমির মত শহর ধ্বংসপুরীতে পরিণত হয়েছে। কিন্তু তারপরেও রুশ বাহিনীকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতেও রাজি নন ইউক্রেনবাসীরা। ইতিমধ্যেই ইউক্রেনের পটভূমি থেকে রুশ বাহিনীকে বিতারিত করতে মরণপণ লড়াই চালাচ্ছেন ইউক্রেনের বাহিনী। এমতাবস্থায় জানা গেল এবার দেশের সুরক্ষায় হাতে অস্ত্র তুলে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামলেন ইউক্রেনের এক অলিম্পিকে সোনাজয়ী মহিলা শুটার ক্রিস্টিনা। জানা যাচ্ছে, দেশকে রাশিয়ার হাত থেকে  মুক্ত করতেই  এই সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিনা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার বন্দুক হাতে নেওয়া ছবি। এর সঙ্গেই রুশ বাহিনীর দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ক্রিস্টিনা ঘোষণা করেছেন, ফলাফল যাই হোক এর শেষ দেখে ছাড়ব। কোনভাবেই এবং কোন পরিস্থিতিতেই পিছিয়ে আসব না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ক্রিস্টিনার পুরো নাম ক্রিস্টিনা মিত্রেঙ্ক। ২০১৬ সালে ২২ বছরের এই তরুণী যুব অলিম্পিক গেমসে সোনার পদক জেতেন। সম্প্রতি তিনি সুইজারল্যান্ড এবং তার কয়েকদিন বাদেই ইতালিতে একটি শুটিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ২৭ ফেব্রুয়ারিই সুইজারল্যান্ডের একটি প্রতিযোগিতায় যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ২৪ ফেব্রুয়ারি তার মাতৃভূমি ইউক্রেনের উপর অতর্কিত হামলা চালায় রাশিয়া। এক লহমায় বদলে যায় ক্রিস্টিনার খেলোয়াড় জীবন। এরপর দিনের পর দিন চোখের সামনে দেখতে হয়েছে কিভাবে রুশ হামলায় একটু একটু করে ধ্বংসভূমিতে পরিণত হচ্ছে তার দেশ। আর তাই শেষমেষ আর থাকতে না পেরে এবার রুশ বাহিনীকে রুখতে ক্রিস্টিনা নিজেই যোগ দিলেন ইউক্রেন সেনাবাহিনীতে।

 স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্টিনা জানিয়েছেন রাজধানী কিয়েভ এবং চেরনোহিভে যখন হামলা চালায় রাশিয়া তখনই ক্রিস্টিনা সিদ্ধান্ত নেন যে তিনি ইউক্রেন সেনাবাহিনীতে যোগ দেবেন। সেইমতো যোগাযোগ করেন ইউক্রেনের জাতীয় সেনাবাহিনীর সঙ্গে এবং মাত্র কয়েক মাসের প্রশিক্ষণ শেষে শত্রুপক্ষের বিরুদ্ধে সম্প্রতি যুদ্ধে নেমেছেন তিনি। তাঁর কথায়, ‘আমি কখনো ভাবি নি এমন কিছু ঘটনা ঘটবে এবং অস্ত্র হাতে আমাকেও যুদ্ধক্ষেত্রে নামতে হবে। কিন্তু দেশের এই সংকটের সময় তো ঘরে বসে থাকা যায় না, তাই কি আর করা যাবে।’

অন্যদিকে এই তরুণীর দক্ষতা প্রসঙ্গে জানা গিয়েছে মেশিনগান থেকে রাইফেল সমস্ত অস্ত্র চালাতেই সমান পারদর্শী  ক্রিস্টিনা। এই প্রসঙ্গে রুশ বাহিনীকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমার লক্ষ্য কখনও ভুল হয়না। গুলি এমন ভাবে চালাব যে আক্রমণকারীরা জবাব দেওয়ার সুযোগই পাবে না।’

এর সঙ্গেই তিনি জানিয়েছেন, চলতি বছর বেজিং অলিম্পিকে অংশ নেওয়ার কথা ছিল ক্রিস্টিনার। দেশের পশ্চিম প্রান্তে পাহাড় ঘেরা কার্পাথিয়ান শহরে তাঁর বাস। ইউক্রেনে রুশ বাহিনী হানা দেওয়ার পর সেখানেই অনুশীলন শুরু করেছিলেন এই তরুণী। সম্প্রতি শেষ হয়েছে সেই অনুশীলন। আর অনুশীলন শেষে রুশ বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বন্দুক হাতে যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছেন ক্রিস্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 4 =