যুদ্ধবিধ্বস্ত মানুষের হাহাকার, উপগ্রহ চিত্রে ইউক্রেনের মর্মান্তিক ছবি

যুদ্ধবিধ্বস্ত মানুষের হাহাকার, উপগ্রহ চিত্রে ইউক্রেনের মর্মান্তিক ছবি

কিয়েভ: টানা ছ’দিন। রাশিয়ান হামলায় ইউক্রেন টানা ছ’দিন ধরে বিভীষিকার মধ্যে দিয়ে যাচ্ছে। একের পর এক মিসাইল হামলা, বোমা, গুলিবর্ষণ, ইউক্রেনবাসীরা কার্যত বিধ্বস্ত। থাকার জায়গা তো দূর, কোথাও কোথাও খাবার জলটুকু পর্যন্ত নেই। নিত্যদিনের খাবার কোথা থেকে মিলবে তাও অজানা অনেকের কাছে। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে মহাকাশ থেকেও ইউক্রেনের করুণ ছবি ধরা পড়ছে।

আরও পড়ুন- জ্বলছে ইউক্রেন, অবিরাম সাইরেনের শব্দ, চার শহরের দখল নিল রাশিয়া

লাগাতার রাশিয়ান বাহিনীর হামলা ইউক্রেনের জায়গায় জায়গায় ভেঙে পড়েছে বাড়ি, আগুনে পুড়ে ছাই হয়েছে গাড়ি, আসবাব থেকে শুরু করে দোকান। তাই খাবার বা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষের লম্বা লাইন পড়ছে। আর এই চিত্রই ফুটে উঠেছে মহাকাশ থেকে উপগ্রহ চিত্রে। দেখা গিয়েছে দোকানের বাইরে দীর্ঘ লাইন মানুষের। আর তারই পাশে জ্বলন্ত বিল্ডিং ও সেনার কনভয়। আসলে ইউক্রেনের কিয়েভ, খারকিভ সহ বিভিন্ন শহর থেকে মানুষ অন্যত্র চলে যেতে চাইছে। প্রতিবেশী দেশ যেমন পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, রোমানিয়ায় আশ্রয় নিতে চাইছে তারা। সেই কারণে ইউক্রেন সীমান্তেও ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। শুধু ইউক্রেনীয়রা নন, তাদের সঙ্গে রয়েছে ভারতীয় থেকে শুরু করে অন্য দেশের নাগরিকও যারা বিভিন্ন কারণে এতদিন ইউক্রেনে ছিলেন। সব মিলিয়ে গোটা ইউক্রেন জুড়ে করুণ পরিস্থিতি।

উল্লেখ্য,  যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বন্ধ আকাশ পরিষেবা৷ ইউক্রেনের পড়শি দেশগুলির সীমান্ত ব্যবহার করে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের পন্থা নিয়েছে নয়াদিল্লি৷ ইতিমধ্যেই ইউক্রেনের প্রতিবেশি দেশগুলিতে পৌঁছে গিয়েছেন ভারতের চার কেন্দ্রীয়মন্ত্রী। চরম তৎপরতার সঙ্গে শুরু হয়ে গিয়েছে ‘অপারেশন গঙ্গা’। অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি কোণঠাসা হচ্ছে রাশিয়া। খেলাধুলার জগতে তো আগেই নিষিদ্ধ হয়েছে পুতিনের দেশ, পাশাপাশি বড় বড় ব্যবসায়িক সংস্থা রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। রাষ্ট্রসংঘেও তীব্র নিন্দা হচ্ছে পুতিন প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − five =