দেশ বাঁচাতে রুশ সেনাকে মারতে তৈরি ইউক্রেনের মেয়েরা!

দেশ বাঁচাতে রুশ সেনাকে মারতে তৈরি ইউক্রেনের মেয়েরা!

 

কিয়েভ: ছবির মতো শহর ইউক্রেনের ওডিসা। বিশ্বের কাছে এতদিন যা পরিচিত ছিল পার্ল অব দ্য ব্ল্যাক সি বলে। সেই প্রাণবন্ত শহর লণ্ডভণ্ড করতে শুরু করেছে রুশ সেনা। যুদ্ধ পরিস্থিতি বদলে দিয়েছে গোটা পরিস্থিতি। নিজের শহরকে বাঁচাতে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছেন সে দেশের সাধারণ জনতা। দেশরক্ষার লড়াইয়ে শামিল হয়েছেন বছর তিরিশের ওলেনা ও তেত্রিশের ক্যামিলাও।

সম্প্রতি ইউক্রেনের ন্যাশনাল গার্ডের তরফে বছর তিরিশের ওলেনা ও তেত্রিশের ক্যামিলাকে সম্মানিত করা হয়েছে। ছবিও পোস্ট করা হয়েছে দুই সুন্দরীর। তাঁদের পরনে সেনার উর্দি। মাথায় রয়েছে গর্বের টুপি। হাতে উজ্জ্বল কালাশনিকভ।

দেশ বাঁচানোর লড়াইয়ে অংশ নেওয়ার জন্য দুই তরুণীর হাতে তুলে দেওয়া হয়েছে সাহসিকতার পুরস্কার৷ সোনালী চুলের ওলেনা সেনায় যোগ দিয়ে জানিয়েছেন, ‘‘এটা আমার দেশ৷ আমার পরিবার ও আমার প্রিয় শহরকে রক্ষা করা আমার মূল লক্ষ্য৷ সেই লক্ষ্য পূরণে আমি রুশ সেনাকে খুন করতেও প্রস্তুত৷ আমি জানি না, এই লক্ষ্য পূরণে আমার মৃত্যু হবে কি না৷ তা এই নিয়ে আমি ভাবছিও না এক মুহূর্তের জন্য৷’’

ওলেনার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন ক্যামিলা। তিনি বলেন,  ‘‘আমার পরিবার জানে না, আমি সেনায় যোগ দিয়েছি৷ কিন্তু, আমার লক্ষ্য, পরিবারকে রক্ষা করার জন্য দেশকে বাঁচাতেই হবে৷ তাতে যদি আমার প্রাণ দিতে হয়, দেব৷’’

বন্দর শহর ওডিসার দিকে কড়া নজর রেখেছে রুশ সেনা৷ মস্কো চাইছে, যেভাবেই হোক না কেন, এই শহরের দখল নিতে৷ আর সেই কারণে লাগাতার চলছে রুশ সেনার তাণ্ডব৷ শহর বাঁচাতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনা৷ সেই লড়াইয়ে শামিল হয়েছেন দুই তরুণীও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =