মাঝ আকাশে গুরুতর অসুস্থ পাইলট, সফলভাবে বিমান অবতরণ অনভিজ্ঞ যাত্রীর

মাঝ আকাশে গুরুতর অসুস্থ পাইলট, সফলভাবে বিমান অবতরণ অনভিজ্ঞ যাত্রীর

ফ্লোরিডা:  রোজ বিশ্বে এমন অনেক ঘটনা ঘটে, তা কোনও সাহিত্যিকের রোমাঞ্চকর উপন্যাসকে হারিয়ে দিতে পারে। যখন সিনেমার অনেক স্ক্রিপ্ট আমরা অবাস্তব বলে হেসে উড়িয়ে দিই। সেই সব দৃশ্য বাস্তবে মুখোমুখি দাঁড়িয়ে মুচকি হাসে। তেমনি এক ধরনের ঘটনা ঘটেছে ফ্লোরিডাতে। সেখানে মাঝ আকাশে হঠাৎ করে পাইলট অসুস্থ হয়ে পড়েন। অনভিজ্ঞ প্রশিক্ষণ ছাড়াই এক যাত্রী এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাহায্যে বিমান অবতরণ করা। 

সিঙ্গল ইঞ্জিন সেসনা ২০৮ প্রাইভেট বিমান চালিয়ে ফ্লোরিডার পাম বিচে আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান অবতরণ করালেন এক যাত্রী। যেন সিনেমার ছায়া বাস্তবে। কয়েক বছর আগে ধামাল বলে বলিউডে একটি সিনেমা তৈরি হয়। সেখানে দেখা যায়, বিমান চালাতে চালাতে বেহুঁশ হয়ে পড়ে বিমান চালক। এক অনভিজ্ঞ যাত্রী বিমান চালান। সেই সময় চিত্রনাট্য অবাস্তব মনে হলেও, তাই বাস্তব হয়ে উঠল ফ্লোরিডায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এ প্রতিবেদনে জানা গিয়েছে, একটি প্রাইভেট বিমানের পাইলট হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় বিমানটি দক্ষি ফ্লোরিডায় ছিলেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এক যাত্রী। তিনি বলেন, খুব বিপদের মধ্যে পড়েছি। পাইলট হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি তিনি জানান, বিমান চালানোর তাঁর কোনও অভিজ্ঞতা নেই। 

এরপরেই এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানের অবস্থান জানতে চান। সেখান থেকে যাত্রীকেই বিমান অবতরণের কৌশল বলা হয়। সেই নির্দেশ অনুযায়ী ওই যাত্রী বিমান অবতরণের চেষ্টা করেন। এছাড়া যাত্রীর কাছে আর কোনও উপায় ছিল না। যেন সাক্ষাৎ মৃত্যুর আগে শেষ চেষ্টা। ফল মিলেছে সেই চেষ্টার। তবে সেই বিমানে সফলভাবে অবতরণ করা সম্ভব হয়। তবে পাইলটের কী হয়েছিল, তা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি। জানা গিয়েছে, ফ্লোরিডা অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনার তদন্ত শুরু করেছে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =