কলেজের নতুন কোর্স, শিক্ষকদের সঙ্গে বসে পড়ুয়ারা দেখতে পারবেন পর্ন সিনেমা

কলেজের নতুন কোর্স, শিক্ষকদের সঙ্গে বসে পড়ুয়ারা দেখতে পারবেন পর্ন সিনেমা

এবার শিক্ষকদের সঙ্গে পড়ুয়ারা দেখতে পারবেন পর্ন সিনেমা। শুনতে অবাক লাগলেও এটাই হয়েছে। আমেরিকার একটি কলেজ নতুন একটি কোর্সের ঘোষণা করেছেন। সেখানেই জানানো হয়েছে, পর্ন সিনেমা পড়ুয়া ও শিক্ষকরা একসঙ্গে দেখতে পারবেন। এই খবর প্রকাশ্যে আসতেই হতবাক বিশ্ব। কোর্সের বিষয়ে জানতে আগ্রহী হয়েছেন নেটিজেনরা। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়। সেখান থেকেই জানা যায়, আমেরিকার লিবারেল অফ আর্ট কলেজ নতুন একটি কোর্স নিয়ে এসেছে। কলেজটির ওয়েবসাইডে গেলেও নতুন এই কোর্সের বিষয়ে জানতে পারা যায়। নতুন এই কোর্সটির নাম ‘Film 3000 porn’। সেখানে পড়ুয়ারা শিক্ষকদের সঙ্গে পর্ন সিনেমা দেখতে পারবেন। কিন্তু হঠাৎ করে এই ধরনের কোর্স চালু করার কারণ কী। 
এই প্রসঙ্গে কলেজের তরফে তাদের ওয়েবসাইডে জানানো হয়েছে, রবিবারের রাতের ফুটবল ম্যাচের থেকে পর্ন অনেক বেশি জনপ্রিয়। এই পর্ন সিনেমা পড়ুয়াদের মধ্যে যৌন সচেতনতা বাড়িয়ে তুলবে। আগের থেকে পড়ুয়াদের অনেক বেশি সামাজিক করে তুলবে এই কোর্স বলে কলেজের তরফে জানানো হয়েছে। 

পড়ুয়াদের সচেতনতা বাড়াবে কি না সেটা সময় বলবে, তবে বর্তমানে এই খবর ভাইরাল হয়েছে। বিশ্ব জুড়ে এই নতুন কোর্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গেলেও আমেরিকার লিবারেল অফ আর্ট কলেজ জানিয়েছে, বতর্মানে পর্ন ইন্ডাস্ট্রি বিলিয়ন ডলারের। তাছাড়া পর্ন সিনেমার মধ্যে শিল্প রয়েছে। যৌনতাকে শিল্পের আকারে প্রকাশ করা হয়। কলেজের পড়ুয়াদের মধ্যে সব ধরনের অস্বস্তি বা প্রতিবন্ধকতা দূর করতে এই কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাছাড়া শিক্ষকদের সঙ্গে পর্ন দেখার ফলে যৌনতা নিয়ে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন পড়ুয়ারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =