জনসংখ্যা কমাতে অবিবাহিত থাকুন, নিদান এই বিজেপি নেতার

জনসংখ্যা কমাতে অবিবাহিত থাকুন, নিদান এই বিজেপি নেতার

জনসংখ্যা কমাতে অবিবাহিত থাকুন। সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেশের মানুষকে সতর্ক করতে এমনই অদ্ভুত পরামর্শ দিয়েছেন নাগাল্যান্ডের বিজেপি মন্ত্রী টেমজেন ইমনা আলং। তাঁর দাবি, এই মুহূর্তে জনসংখ্যার বিভিন্ন দিকগুলি ভালোভাবে খতিয়ে দেখা এবং সন্তানের জন্মদানের বিষয়গুলি নিয়ে আরও একবার চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। আর তাই এই মন্ত্রী নিজের দেশের নাগরিকদের তাঁর মতোই অবিবাহিত থাকার পরামর্শ দিচ্ছেন।
 

সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এই মন্ত্রী টুইটারে লেখেন, ‘বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আমাদের উচিত জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হওয়া। সন্তানের জন্মদানের দিকটিও নজরে রাখা উচিত।’ এরপরই তিনি লেখেন, ‘বা আমার মতো অবিবাহিত থাকুন।’ তারপরেই নাগাল্যান্ডের এই মন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাঁর দেওয়া পোস্টটিও ব্যাপক ভাইরাল হয়েছে। বহু সিঙ্গল তথা অবিবাহিত পুরুষ ওই মন্ত্রীর পোস্টের নীচে তাদের দুঃখের কথাও জানিয়েছেন। আবার অনেকেই প্রশংসা করছেন ইনমার হাস্যরস বোধের। এর আগে মজার ছলে উত্তরপূর্বের মানুষের ছোট চোখ থাকার উপকারিতা নিয়ে যে জবাব তিনি দিয়েছিলেন তার প্রশংসা এসেছিল খোদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছ থেকেও। এবার আরেক বক্তব্যে ভাইরাল হলেন নাগালান্ড মন্ত্রী।

তবে শুধু নাগাল্যান্ড নয়, ভারতেও এই মন্ত্রীর টুইট ইতিমধ্যেই ভাইরাল। প্রসঙ্গত গতকাল অর্থাৎ বিশ্ব জনসংখ্যা দিবসের দিনই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রিপোর্ট দাবি করেছে যে হারে ভারতের জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি বাড়ছে তাতে আগামী কয়েক মাসের মধ্যেই জনসংখ্যার নিরিখে ভারতই পৃথিবীর সবথেকে জনবহুল দেশে পরিণত হবে। এই রিপোর্ট সামনে আসার পরেই রীতিমতো নড়েচড়ে বসেছে বিশেষজ্ঞ মহল। তাঁদের দাবি এই মুহূর্তে যদি ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামীতে বড়সড় বিপদের সম্মুখীন হবে এই দেশ।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + eighteen =