বেজিং: আকাশে যেন রক্তের হোলি খেলা৷ নীলাভ আকাশ বদলে গেল রক্ত রঙে৷ না, এ কোনও কল্পকাহিনী নয়, এমনটাই ঘটেছে পূর্বচিনের বন্দর শহর ঝৌসানে। উপকূল থেকে দেখা গিয়েছে, গাঢ় লাল রঙের আকাশ। কুয়াশার পুরু আস্তরণ সেই লাল রঙকে যেন সযত্নে রক্ষা করে চলেছে। রবিবার সাংহাইয়ের অদূরে ঝৌসান প্রদেশের আকাশে ধরা দেয় এই দৃশ্য৷ যা স্থানীয় বাসিন্দাদের তো বটেই, চমকে দিয়েছে গোটা বিশ্বকে। অনেকে আকাশের নতুন রঙে আশার আলো খুঁজলেও, বেশিরভাগই অজানা বিপর্যয়ের ইঙ্গিতে ভয়ে কাঁটা৷
আরও পড়ুন- ‘মহিলাদের মৃতদেহে পরিণত করেছে’, তালিবানি শাসনের বিরুদ্ধে ফের কড়া বার্তা মালালার
এদিন চিনের ঝৌসান শহর দেখল এক রহস্যময় সন্ধ্যা৷ কিন্তু, তা মধুর নয়৷ বরং আকাশের এই রঙ বদলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ বাড়ির বারান্দা, কেউ আবার রাস্তায় নেমে রেকর্ড করে এই দৃশ্য৷ সেই সঙ্গে স্থানীয় মানুষের গলায় ধরা পড়ে ভয়ের সুর৷ রক্তিম আকাশের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়৷ চিনা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, ওয়েইবো এবং সিনায় ট্রেন্ডিং শুরু হয়ে যায়। উপচে পড়ে কমেন্ট বক্স৷ বহু ইউজার লেখেন, কোভিড-১৯ মোকাবিলার ক্ষেত্রে চিন যে ভূমিকা পালন করেছে এটি তারই অভিশাপ।
এদিকে, ‘আরমাগেডন’ আতঙ্ক তখন চিনা শহরকে গ্রাস করেছে৷ সোশ্যাল মিডিয়ায় এক ইউজার লেখেন,”আমি এর আগে কোনও দিন এমন আকাশ দেখিনি। এমন লাল আকাশ দেখে আমি সত্যই হতবাক৷” আবার এক ইউজার লিখেছেন, ‘‘দুর্ঘটনা ঘটবে। আমি এখন থেকেই সব কিছু সঞ্চয় করতে শুরু করেছি৷’’
চিনের সোশ্যাল মিডিয়া, টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়ায় রক্তিম আকাশের ছবি এবং ভিডিওগুলির ব্যাখ্যা করা শুরু হয়েছে৷ বলা হচ্ছে, এই অদ্ভুত রঙটি মানবসৃষ্ট নয় বরং প্রাকৃতিক আলোর প্রতিসরণের ফল। গ্লোবাল টাইমসের মতে, ঝৌসান মেটিওরোলজিক্যাল ব্যুরোর কর্মীদের কথায়, ‘‘যখন আবহাওয়া ভাল থাকে, তখন বায়ুমণ্ডলের অতিরিক্ত জল অ্যারোসল তৈরি করে যা মাছ ধরার নৌকার আলোকে প্রতিসরণ করে এবং ছড়িয়ে দেয়ষ সে কারণেই আকাশ লাল হয়ে ওঠে৷’’
সম্প্রতি ঐতিহাসিকরা চিন, কোরিয়া এবং জাপান থেকে ১৭৭০ সালের নথি খুঁজে বার করেছেন, যেখানে প্রত্যক্ষদর্শীরাদের বয়ানে রক্তিম আকাশের বর্ণনা মিলেছে৷ গবেষকরা ‘লাইভ সায়েন্সকে’ জানিয়েছেন, ভূ-চৌম্বকীয় ঝড়, সৌর অগ্ন্যুৎপাতের কারণে পৃথিবীর চুম্বকমণ্ডলকে আঘাত করে, সেটিও এই ঘটনার জন্য দায়ী হতে পারে৷ যদিও সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন উহানের চায়না ইউনিভার্সিটি অফ জিওসায়েন্সেসের স্পেস ফিজিক্স রিসার্চ টিমের এক বিশেষজ্ঞ৷ তাঁর কথায়, রক্ত-রাঙা আকাশ প্রতিকূল সৌর এবং ভূ-চৌম্বকীয় কার্যকলাপের নয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>