অসুস্থ পোপ ফ্রান্সিস, উদ্বিগ্ন বিশ্ববাসী

অসুস্থ পোপ ফ্রান্সিস, উদ্বিগ্ন বিশ্ববাসী

কয়েক বছর আগেই বয়স আশির গন্ডি পার করেছে। তবে হঠাৎ করে দেখলে বয়সের ভার তেমনভাবে বোঝা যায় না। চলতি বছরের এপ্রিল মাসে গুড ফ্রাইডে দিদেও ভ্যাটিকান সিটি থেকে বিশ্ববাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তখনও আপাতভাবে দেখে সুস্থই মনে হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই যে চিত্র সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে, মাত্রই কয়েকদিনের মধ্যেই শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে তাঁকে হুইল চেয়ারের সাহায্য নিতে হয়েছে। আর তাতেই উদ্বিগ্ন বিশ্ববাসী। হঠাৎ করে এই কয়েকদিনের মধ্যে কি এমন হয়ে গেল যে চলনশক্তি হারালেন তিনি, সেই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছেন বিশ্বে বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। কথা হচ্ছে পোপ ফ্রান্সিসের। সম্প্রতি জানা গিয়েছে, বেশ অসুস্থ পোপ। চলনশক্তি হারিয়েছেন। ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে।

 এখন প্রশ্ন হচ্ছে ঠিক কি হয়েছে পোপের? ভ্যাটিকান সূত্রে খবর পাওয়া গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই হাঁটুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন পোপ ফ্রান্সিস। বার্ধক্যজনিত কারণে পোপের হাঁটুতে কিছু সমস্যা দেখা দিয়েছে। তার থেকেই যন্ত্রনা। কিন্তু সাম্প্রতিককালে সেই যন্ত্রণার পরিমাণ এতটাই বেড়েছে যে কার্যত চলনশক্তি হারিয়েছেন পোপ। চিকিৎসকেরাও তাঁকে আপাতত বেড রেস্টের পরামর্শই দিয়েছেন। সেই সঙ্গে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পোপের হাঁটুর ব্যথা কয়েক দিন এতটাই বেড়েছে যে দুপায়ে দাঁড়াতে বেশ কষ্ট হচ্ছে। মূলত সেই কারণেই আপাতত হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে তাঁর জন্য। পোপের হুইলচেয়ারে বসা সেই ছবিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তা দেখেই উদ্বিগ্ন বিশ্ববাসী। তবে পোপের ঘনিষ্ঠমহলের তরফ থেকে জানানো হয়েছে এখনই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। হাঁটুর সমস্যা থাকলেও বাকি সবকিছুই ঠিকঠাক আছে।

 জানা যাচ্ছে, কয়েকদিন আগে বেশ কয়েকটি দেশের শীর্ষনেতা এবং ধর্মীয় নেতারা রোমে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে একান্ত সাক্ষাতের কথা ছিল পোপের। আগে থেকেই পুরো বিষয়টি ঠিকঠাক করা ছিল। কিন্তু এর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পোপ ফ্রান্সিস। হাঁটুর ব্যথার কারণে কার্যত ঘর থেকে বের হওয়া বন্ধ হয় তাঁর। কিন্তু এই অবস্থাতেও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক বাতিল করতে রাজি হননি তিনি। তাই হুইল চেয়ারে বসেই তাঁদের সঙ্গে বৈঠক করেন পোপ। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ পোপের খোঁজ নিয়েছেন এবং সেইসঙ্গে তাঁরা পোপের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =