নোবেল বিক্রির টাকায় ইউক্রেনের দুর্গত শিশুদের পাশে রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ

নোবেল বিক্রির টাকায় ইউক্রেনের দুর্গত শিশুদের পাশে রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ

কিয়েভ: নোবেল পদক বিক্রি করে দিলেন নোবেল পুরস্কারজয়ী সাংবাদিক দিমিত্রি মুরাতভ। নোভায়া গেজেতা নামে রাশিয়ার একটি প্রখ্যাত সংবাদপত্রের প্রধান সম্পাদক তিনি। নিউইয়র্কে নিলামে চড়িয়ে নোবেল পদক ১০ কোটি ৫০ লক্ষ ডলারে বিক্রি করে দিয়েছেন তিনি। দিমিত্রি মুরাতভের নোবেল পদকের ক্রেতার নাম এখনও জানা যায়নি। ভিডিয়ো বার্তায় প্রখ্যাত সাংবাদিক দিমিত্রি মুরাতভ রাশিয়ার ইউক্রেনে হামলার নিন্দা করে বলেছেন, ইউক্রেনের যু্দ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তার জন্যে নোবেল পদক বিক্রির টাকা কাজে লাগাবেন। কারণ ইউক্রেনের অসংখ্য বিপন্ন শিশুর পাশে থাকাটা জরুরি কর্তব্য।
 

রাশিয়ার নাগরিক নোবেলজয়ী সাংবাদিক নোভায়া গেজেতা নামে একটি পত্রিকার সম্পাদক দিমিত্রি মুরাতভ নিজের নোবেল পদকটিই বিক্রি করে দিয়েছেন। যু্দ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের অর্থ জুগিয়ে সহায়তা করার জন্যে বিখ্যাত সাংবাদিক মুরাতভের এই উদ্যোগে। নোবেল পদকটি বিক্রি করেছেন ১০ কোটি ৫০ লক্ষ ডলারে। নিলামে চড়ানোর পরে নোবেল পদকের এই বিপুল পরিমাণ দাম উঠেছে।

ইউক্রেনের অসংখ্য ভিটেমাটি হারা শিশুকে খানিক সহায়তা করার জন্যে রাশিয়ার বিখ্যাত সাংবাদিক দিমিত্র মুরাতভের এই মানবিক উদ্যোগ নানা মহলে উচ্চ প্রশংসিত। শিশুরাই এই দুনিয়ার ভবিষ্যত সেইসঙ্গে এই আপ্তবাক্যটি প্রমাণও করলেন মুরাতভ। মুরাকভের নোবেল পদকটি বিক্রি হয়েছে নিউইয়র্কের হেরিটেজ অকশনে। ২০২১ সালে সাংবাদিক হিসেবে মুরাকভ নোবেল পুরস্কার পান। যে ব্যক্তি ১০ কোটি ৫০ লক্ষ ডলারে মুরাকভের পাওয়া ওই নোবেল পদকটি কিনেছেন তাঁর নাম প্রকাশ করা হয়নি।

মুরাকভ নোবেল পুরস্কার পেয়েছিলেন আত্মপ্রকাশের অধিকারকে সুরক্ষিত করার অবদান হিসেবে। নোভায়া গেজেতা নামে যে সংবাদপত্রের সম্পাদক দিমিত্রি মুরাকভ সেটি প্রকাশিত হচ্ছে ১৯৯৩ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে। নোভায়া গেজেতা রাশিয়ার বিখ্যাত সংবাদপত্র তদন্তমূলক সাংবাদিকতার জন্যে। রাশিয়ার ইউক্রেনে আক্রমণ চালানোর বিরোধিতা করলে সাংবাদিক ও সংশ্লিষ্ট সংবাদপত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি ক্রেমলিনের। এরপর খেকে নোভায়া গেজেতার প্রকাশ বন্ধ হয়ে গিয়েছে গত দেড়মাসের বেশি সময় ধরে। নোভায়া গেজেতা নামে রাশিয়ার এই সংবাদপত্রটির সঙ্গে ক্রেমলিনের সম্পর্ক মোটেও ভালো নয়। কারণ নোভায়া গেজেটা প্রেসিডেন্ট পুতিনের ঘোরতর বিরোধী। রাশিয়া থেকে প্রকাশিত প্রথম সারির সংবাদমাধ্যমগুলির ভিতর নোভায়া গেজেতাই একমাত্র পুতিন বিরোধী খবরখবর ছাপে।

তদন্তমূলক সাংবাদিকতার জন্যে বিখ্যাত নোভায়া গেজেতার সাংবাদিকদের ভিতর ৬জন ২০০০ সাল থেকে এপর্যন্ত খুন হয়েছেন। এই কাগজটি সাহসী সাংবাদিকতার জন্যে বহু রাশিয়ান নাগরিকের প্রিয় সংবাদপত্র। নিজের নোবেল পদক বিক্রি করার পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন নোভায়া গেজেতার প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ। এক ভিডিয়ো বার্তায় মুরাতভ বলেছেন, ইউক্রেনের যু্দ্ধবিধ্বস্ত বিপন্ন মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এখন জরুরি কাজ। বিশেষত বিপন্ন শিশুদের পাশে থাকাটা মানুষের কর্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + nine =