কিয়েভ: যুদ্ধ থামেনি। কবে থামবে বা আদৌ থামবে কিনা, সেটাও জানা নেই। এরই মাঝে আরও এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলেছে রাশিয়া যার ফলে উত্তাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। পুতিন বাহিনীর পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে যে ইউক্রেন অধিকৃত ভূখণ্ডে তারা গণভোট করতে চলেছে। আর এতেই হুঙ্কার দিয়ে দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর সাফ কথা, রাশিয়ার এই সিদ্ধান্ত তাঁরা মানবেন না।
আরও পড়ুন: ন্যান্সির সফর শেষেই তাইওয়ানকে ‘বিপজ্জনক অঞ্চল’ ঘোষণা চিনের, আকাশসীমায় ঢুকল ২৭টি যুদ্ধবিমান
রাশিয়া যে বরাবর ‘জোর যার মুলুক তার’ পন্থায় বিশ্বাসী তার প্রমাণ আগে মিলেছে। এবারও সেই একই পন্থা ইউক্রেনের বিরুদ্ধে নিতে চলেছে তারা। অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে গণভোটের জল্পনা উস্কে দিয়েছে মস্কো। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলিতে গণভোট করতে পারে পুতিন বাহিনী। এর জন্য নাকি প্রস্তুতি নেওয়া ইতিমধ্যেই শুরু করেছে তারা। বিশ্লেষকদের মত, জাপরজাই, ডোনাবাস সহ একাধিক জায়গা আনুষ্ঠানিকভাবে দখল করতে চাইছে রাশিয়া। তাই এই গণভোটের কথা ভেবেছে মস্কো। কিন্তু এই খবর শোনার পর নড়েচড়ে বসেছে জেলেনস্কি বাহিনীও।
ইউক্রেন প্রশাসন মনে করছে, রাশিয়া যদি এইসব অঞ্চলে একবার গণভোট করিয়ে নিতে পারে তাহলে দুই রাষ্ট্রের মধ্যে আলোচনার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। কোনও সমাধান আর করা যাবে না। আর এটা কখনই হতে দিতে চান না জেলেনস্কি। ইউক্রেন ও তার মিত্র দেশগুলি এই গণভোট কিছুতেই মেনে নেবে না। সেই প্রেক্ষিতেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইউক্রেন।