ফল ভুগতে হবে! নিষেধাজ্ঞা জারি করা দেশগুলিকে হুঁশিয়ারি রাশিয়ার

ফল ভুগতে হবে! নিষেধাজ্ঞা জারি করা দেশগুলিকে হুঁশিয়ারি রাশিয়ার

মস্কো: ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ছে দিন দিন। সম্প্রতি ৭৭৮ টি নতুন নিষেধাজ্ঞা জারি হয়েছে পুতিনের দেশের ওপর। সব মিলিয়ে নিষেধাজ্ঞার সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। এখন এই নিষেধাজ্ঞা জারি করা নিয়েই চরম হুঁশিয়ারি দিল পুতিন ব্রিগেড। স্পষ্ট বার্তা দেওয়া হল, এই নিষেধাজ্ঞা জারি করার ফল ভুগতে হবে।

আরও পড়ুন- বাড়তি ২.৫ লাখ প্রার্থী পাবেন চাকরির সুযোগ, RRB NTPC নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

রাশিয়া স্পষ্ট জানিয়েছে, যে সব দেশ তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তাদেরকে ফল ভুগতে হবেই। রাশিয়ার বিদেশ মন্ত্রকের ডিরেক্টর জানিয়েছেন, খুব তাড়াতাড়ি এর উত্তর দেবেন তারা। আর সেই উত্তর হবে চিন্তাশীল এবং সংবেদনশীল। কিন্তু যারা তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা জবাব ঠিক পেয়ে যাবে। সম্প্রতি রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এছাড়াও রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা জারি করেছে সুইৎজারল্যান্ড (৫৬৮), তারপর রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (৫১৮)। পিছিয়ে নেই ফ্রান্স (৫১২), আমেরিকাও (২৪৩)। সব মিলিয়ে নিষেধাজ্ঞার আসল সংখ্যা ৫ হাজার ৫৩০। এই নিষেধাজ্ঞার নিরিখেই ইরান এবং উত্তর কোরিয়াকে টপকে গিয়েছে তারা। কিছুদিন আগেই এক সমীক্ষা চালিয়েছিল ক্যাস্টেলাম ডট এআই। তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় নিয়েই কাজ করে। এই তথ্য দিয়েছে সেই সংস্থাই।

অন্যদিকে কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস, লিভাইজ, নেটফ্লিক্স-সহ একাধিক সংস্থাও রাশিয়াকে নিষিদ্ধ করেছে। এত কিছুর পরেও রাশিয়া আদৌ যুদ্ধ থামানোর জন্য ভাবছে কিনা সেটাও বিন্দুমাত্র স্পষ্ট নয়। একাধিক বৈঠকও ব্যর্থ হয়েছে। তবে গতকালই তারা জানিয়েছে যে, ইউক্রেন সরকারকে উৎখাতের কোনও নির্দেশ দেওয়া হয়নি। আলোচনা ভাল জায়গার দিকেই এগোচ্ছে। আপাতত বেলারুশ-পোল্যান্ড সীমান্তে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, বিশ্বের বিভিন্ন দেশের থেকে চাপ পড়তে শুরু করেছে রাশিয়ার ওপর। ইতিমধ্যেই বহু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই হয়তো তারাও এবার পরিস্থিতি ঠিক করতে পদক্ষেপ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + five =