ওয়াশিংটন: ঠিক যেই সময় ভারতের প্রয়োজন ছিল, সেই বিপদের দিনে বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছিল রাশিয়া। সেই সময় আমেরিকার পাত্তা পাওয়া যায়নি। এক বক্তব্যে কার্যত এমনটাই স্বীকার করে নিলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।
রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে বার বার সমালোচনার মুখে পড়েছে ভারত। শুধু তাই নয়, ভারতকে কার্যত হুমকি দিয়েছিল পশ্চিমি বিশ্বের দেশগুলো। কিন্তু তারপরেও ভারত নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। রাশিয়ার বিরুদ্ধে সরাসরি কোনও পদক্ষেপ নেয়নি। ভারতকে আমেরিকা বার বার নানাভাবে রাশিয়া থেকে বিভিন্ন পণ্য ও সামরিক সরঞ্জাম আমদানি না করার আহ্বান করেছিল। ভারত তারপরেও রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম আমদানি করে। এই পরিস্থিতি হুমকি থেকে সরে ভারতের প্রতি খানিকটা নরম মনোভাব দেখালো আমেরিকা। প্রয়োজনের সময় ভারতের পাশে লনা দাঁড়িয়ে কার্যত নিজেদের ভুল স্বীকার করে নিলেন মার্কিন বিদেশ সচিব।
বুধবার ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে জানতে চান সেনেটর উইলিয়াম হেগার্টি। এই প্রসঙ্গে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, কয়েক দশক ধরে ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের সম্পর্ক। প্রয়োজনের বাইরে গিয়ে রাশিয়া বিভিন্ন সময় ভারতের পাশে দাঁড়িয়েছে। ভারতকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেই সময় আমদের সঙ্গে ভারতের বন্ধুত্ব গড়ে ওঠেনি। বার্তমানে আমেরিকা ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনে জোর দিচ্ছে। ভারতের সঙ্গে আমেরিকার কৌশলগত সম্পর্ক ক্রমশ মজবুত হচ্ছে। অবশ্যই প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চিন।
মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি বিঙ্কেন আশা প্রকাশ করেছেন, আগামী দিনে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে। যদিও দুই দেশের মধ্যে বেশ কিছু মত পার্থক্য রয়েছে। তিনি মনে করছেন, আগামী কয়েক দশকের মধ্যে ভারতের সঙ্গে আমেরিকার মৌলিক ও দৃঢ় সম্পর্ক গড়ে উঠতে চলেছে।