নয়াদিল্লি: বহু কাঠখড় পুড়িয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে প্রাণ নিয়ে ফিরেছেন ভারতীয় পড়ুয়ারা৷ ভারতের বিমান উঠে ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস৷ কিন্তু এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী অজ ভাটের আর্জি, ‘‘মোদীজির কৃপায় জীবন রক্ষা পেয়েছে৷ সকলে চেঁচিয়ে বলুন মোদীজি জিন্দাবাদ’’ কিন্তু দেখা যায় অধিকাংশ পড়ুয়াই স্লোগান দিতে নারাজ৷ তাঁরা সমবেত ভারত মাতা কি জয় বললেও, জোড় গলায় মোদীজি জিন্দাবাদ বলতে শোনা গেল না তাঁদের৷ এদিকে, বিপদের মুখ থেকে প্রাণ হাতে দেশে ফেরা পড়ুয়াদের দিয়ে এই ভাবে মোদীজি জিন্দাবাদ বলানো নিয়েও বিতর্ক শুরু হয়েছে৷ অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন৷
আরও পড়ুন- রক্তাক্ত ছেলের দেহের সামনে ফুঁপিয়ে কান্না বাবার, রাশিয়ার ‘দৌলতে’ মর্মান্তিক ছবি
ঠিক কী ঘটেছিল? ভারতীয় বিমানে একদল পড়ুয়াকে নিয়ে দেশে ফেরার সময় একটি ভিডিয়ো তোলা হয়৷ যা সোশ্যাল মিডিয়া ভাইরাল৷ ওই ভিডিয়োটিতে দেখা দিয়েছে, বিমানে বসে থাকে যাত্রীদের উদ্দেশে কেন্দ্রীয় মন্ত্রী অজয় ভাট বলছেন, ‘‘একদম চিন্তা করবেন না। সব ঠিক হয়ে যাবে। মোদীজির কৃপায় প্রাণ বেঁচে গিয়েছে৷” এরপরেই তিনি সকলকে ‘ভারত মাতা কি’ জয় বলতে বলেন৷ পড়ুয়ারা সঙ্গে সঙ্গে ভারত মাতার জয়ধ্বনী দেন৷ এরপরই তিনি বলেন, ‘‘এবার সবাই চেঁচিয়ে বলুন মোদীজি জিন্দাবাদ।” কিন্তু মন্ত্রীমশাইয়ের এই আবেদনে কার্যত সাড়া মিলল না৷ কয়েকজন অনিচ্ছার সঙ্গে স্লোগান দিলেও বেশির ভাগই ছিলেন চুপ।
জানা গিয়েছে, এদিন ইউক্রেন থেকে পড়ুয়াদের নিয়ে দিল্লির কাছে বায়ুসেনার বিমানঘাঁটি হিন্ডন এয়ারবেসে পৌঁছলে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অজয় ভাট। তারপরই ঘটে এই কাণ্ড৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এক ছাত্রী জানিয়েছেন, ‘‘নিজেদের চেষ্টায় দেশে ফিরতে পেরেছি৷ কিন্তু সরকার বাহবা নিতে চাইছে।”
ইউক্রেনে রুশ হামলার পর থেকেই সেদেশ থেকে ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর কেন্দ্র। তাঁদের অধিকাংশই মেডিক্যালের পড়ুয়া৷ ইউক্রেন থেকে বার করে তাঁদের ঘরে ফেরাতে ইউক্রেনের প্রতিবেশী রোমানিয়া, স্লোভাকিয়া, পোল্যান্ডির মতো একাধিক দেশে পৌঁছে গিয়েছে ভারতের বিমান৷ জানা গিয়েছে ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ পড়ুয়া ইউক্রেন ছেড়ে বেড়িয়ে আসতে সক্ষম হয়েছে৷ তাঁদের মধ্যে একটা বড় অংশকেই দেশে ফেরানো সম্ভব হয়েছে। শুক্রবারই তিনটি বিমানে ৬০০-র বেশি পড়ুয়া ফিরে এসেছে৷ বাকিদেরও দ্রুত ফেরানোর চেষ্টা চলছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>