৩ ডোজ নিয়েও কোভিড পজিটিভ কুইন এলিজাবেথ! সুস্থতা কামনায় মোদী

৩ ডোজ নিয়েও কোভিড পজিটিভ কুইন এলিজাবেথ! সুস্থতা কামনায় মোদী

নয়াদিল্লি: করোনা ভাইরাস যে কাউকে রাত করে না তা আরও একবার প্রমাণিত হল। এমনকি কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেও যে এই ভাইরাস শরীরে হানা দিতে পারে তাও বোঝা গেল আরও একবার। কারণ তিনটি করোনা ভাইরাস টিকা নেওয়ার পরেও ভাইরাস আক্রান্ত হলেন রানী এলিজাবেথ। বাকিংহাম প্যালেসের তরফ থেকে বিবৃতি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে। আর এই খবর পাওয়ার পর তাঁর সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাকিংহাম প্যালেস জানাচ্ছে, রানী এলিজাবেথ আপাতত সুস্থ রয়েছেন কিন্তু তাঁর মৃদু উপসর্গ আছে। বেশ কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছিল তাঁর। পরীক্ষা করানোর পর করোনাভাইরাস ধরা পড়েছে। তবে আপাতত তিনি স্থিতিশীল এবং বারংবার রানীর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হচ্ছে। এই খবর শোনার পর রানীর সুস্থতা কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, রানী এলিজাবেথ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এটাই তিনি চান। ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা রানী এলিজাবেথের সুস্থতা কামনা করেছেন সোশ্যাল মিডিয়াতে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও রানীর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। কয়েক মাস আগেই প্রিন্স চার্লস এবং তাঁর স্ত্রী কোভিড পজিটিভ হয়েছিলেন। এবার রানী এলিজাবেথ হলেন যিনি এতো দিন করোনা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন।

যদিও বাকিংহাম প্যালেস আরো জানিয়েছে, রানী নিজের কাজ চালিয়ে যাবেন সাধ্যমত। আগামী কয়েক সপ্তাহ তিনি ডাক্তারি পর্যবেক্ষণে থাকবেন কিন্তু কাজ থামাবেন না। তবে রানীর যাতে বেশি কাজের চাপ না হয় সেই দিকে খেয়াল রাখবে বাকিংহাম প্যালেস। সম্প্রতি প্যালেসের একাধিক কর্মীরাও করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *