জার্মানিতে ‘প্রেমিক’ জেলেনোস্কির সঙ্গে গোপনে থাকছেন পুতিন কন্যা, বিশ্বজুড়ে নয়া চাঞ্চল্য

জার্মানিতে ‘প্রেমিক’ জেলেনোস্কির সঙ্গে গোপনে থাকছেন পুতিন কন্যা, বিশ্বজুড়ে নয়া চাঞ্চল্য

মস্কো: রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিয়ে সারা বিশ্ব দ্বিধাভক্ত। ইউক্রেনের একের পর এক সাজানো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনোস্কি রাশিয়া বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছেন। তরমধ্যেই সম্প্রতি একটা খবর ফাঁস হয়েছে। যার জেরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পুতিনের দুই মেয়ের মধ্যে একজন নাকি জেলেনোস্কির সঙ্গে বাস করছেন। 

হ্যাঁ. একদমই ঠিক খবর বলে দাবি করছে বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনোস্কি নয়। পুতিন কন্যার প্রেমিকের নাম আশ্চর্যজনকভাবে জেলেনোস্কি। তার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের কোনও যোগ নেই। জার্মানির জনপ্রিয় পত্রিকা ডের স্পিগেলের তরফে জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্টের কন্যা জার্মানিতে বিলাস বহুলভাবে জীবন যাপন করছেন। পুতিন কন্যার নাম ক্যাটরিনা টিখোনভা। তাঁর সঙ্গীর নাম ইগর জেলেনোস্কি। তাঁদের দুই বছরের কন্যা সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। 

পত্রিকাটি পুতিন কন্যার জার্মানিতে থাকার একাধিক তথ্য প্রমাণ তুলে ধরেছে। সেখানে দেখা গিয়েছে, ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে পুতিন কন্যা বার পঞ্চাশবার মিউনিখ গিয়েছেন। তবে বর্তমানে আমেরিকা, ইউরোপের বেশ কিছু দেশ পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে, জার্মানিতে পুতিন কন্যার থাকার ঘটনা নিয়ে ইতিমধ্যে আলোড়ন পড়ে গিয়েছে। তবে পত্রিকাটির দাবি আদৌ কতটা সত্যি সেই নিয়ে সংশয় দেখা গিয়েছে। 

ভ্লাদিমির পুতিন তাঁর দুই মেয়ের বিষয়ে কখনই বিস্তারিত কোনও তথ্য প্রকাশ্যে আনেননি। শুধু জানা গিয়েছে, তাঁর দুই মেয়ে রাশিয়া থেকে পড়াশোনা করেছেন। রুশ ছাড়াও একাধিক ভাষাতে অনর্গল কথা বলা যেতে পারেন। এমনকী রুশ প্রেসিডেন্টের দুই মেয়ের নাম নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। একাধিক নাম সামনে এসেছে। তবে এই বিষয়ে কোনও তথ্য কখনই ক্রেমলিনের তরফে দেওয়া হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − four =