গর্ভপাত করাতে গিয়ে ধরা পড়লে মহিলারা পুলিশি হেনস্থার শিকার হবেন, আশঙ্কা খোদ প্রেসিডেন্টের!

*গর্ভপাতের অধিকার বাতিল করে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ভুল সিদ্ধান্ত নিয়েছে, বিস্ফোরক মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের

*ইতিমধ্যে রিপাবলিকানদের নেতৃত্বাধীন ১৩টি অঙ্গরাজ্যে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে কড়া ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত প্রশাসনের

*ট্রাম্প ও পোপ অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত

*গর্ভপাত করাতে গিয়ে ধরা পড়লে মহিলারা পুলিশি হেনস্থার শিকার হবেন বলে আশঙ্কা খোদ প্রেসিডেন্ট বাইডেনেরই

*গর্ভপাত করাতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও হলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ১ লক্ষ ডলার জরিমানা এবং ১০ বছরের কারাবাস

 

ওয়াশিংটন: ফের গর্ভপাত বেআইনি করার বিরোধিতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, গর্ভপাতের অধিকার বাতিল করাটা সুপ্রিম কোর্টের ভুল সিদ্ধান্ত। মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের নেতৃত্বাধীন ১৩টি অঙ্গরাজ্যে গর্ভপাত করানো এখন বেআইনি হিসেবে ঘোষিত। প্রশাসনও ব্যবস্থা কড়া ব্যবস্থা নিচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গর্ভপাত বেআইনি হিসেবে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে এর বিরোধিতা করে গর্ভপাত করাতে গে্লেও পুলিশ গ্রেফতার করতে পারে। ধরা পড়লে এক লক্ষ ডলার জরিমানা। সঙ্গে ১০ বছরের কারাবাস হতে পারে।

গর্ভপাত বেআইনি ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাকে সমর্থন করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ভ্যাটিকানের পোপ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই রায়ের বিরোধিতা করছেন ধারাবাহিকভাবে। এব্যাপারে ফের নতুন করে মুখ খুলেছেন বাইডেন। বাইডেনের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত অঙ্গরাজ্য ইতিমধ্যে গর্ভপাত বেআইনি ঘোষণা করেছে সেখানকার বাসিন্দা মহিলারা গর্ভপাত করাতে অন্য অঙ্গরাজ্যগুলোতে পাড়ি দিলে গ্রেফতার হতে পারেন। কার্যত এতে সাংবিধানিক অধিকারই লঙ্ঘিত হবে বলে বাইডেনের অভিযোগ। মার্কিন মুলুকের যে রাজ্যগুলো রিপাবলিকানদের নেতৃত্বাধীন এমন ১৩ টি রাজ্যে এখন গর্ভপাত করানো বেআইনি। তবে কিছু অঙ্গরাজ্য এখনও গর্ভপাতের অধিকার বেআইনি ঘোষণা করেনি। সেখানে গর্ভপাত করাতে যেতে ইচ্ছুক মহিলাদের পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আশঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী এবং নারী স্বাধীনতা আন্দোলনের কর্মীরা যদিও গর্ভপাত বেআইনি করার বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন জারি রেখেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির বাণিজ্য সংস্থাগুলি যেমন ওয়ার্ল্ড ডিজনি, ফেসবুকের অন্তর্গত সংস্থা মেটা কর্পোরেশন জানিয়েছে, যদি সংশ্লিষ্ট সংস্থাগুলির মহিলা কর্মীরা গর্ভপাত করাতে চান, সেক্ষেত্রে যে অঙ্গরাজ্যগুলি গর্ভপাতকে এখনও বেআইনি ঘোষণা করেনি সেখানে গর্ভপাত করাতে চাইলে আসা-যাওয়ার ব্যয়ভার সংস্থা কর্তৃপক্ষ বহন করবে। সুপ্রিম কোর্টের গর্ভপাত বিরোধী রায় প্রদানের পরে যে অঙ্গরাজ্যগুলিতে গর্ভপাত এখন বেআইনি, সেক্ষেত্রে গর্ভপাত করাতে গিয়ে পুলিশ পাকড়াও করলে এক লক্ষ ডলার জরিমানা হতে পারে। সেইসঙ্গে ১০ বছরের কারাবাস হতে পারে।
গর্ভপাত বেআইনি ঘোষণা করার পরে মার্কিন নাগরিকরা এখন দুটি শিবিরে বিভক্ত। তবে অধিকাংশ মার্কিন নাগরিকই সুপ্রিম কোর্টের রায়ে বিরক্ত। একটি শিবিরের মতে, নারী তাঁর নিজের শরীর সম্পর্কে কী সিদ্ধান্ত নেবে সেব্যাপারে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্ত নারী স্বাধীনতার পরিপন্থী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন। বাইডেন বলেছেন, গর্ভপাতের অধিকার বাতিল করাটা সুপ্রিম কোর্টের পুরোপুরি ভুল সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − one =