ইসলামাবাদ: পাকিস্তানে দ্রব্যমূল্য বৃদ্ধি লাগাম ছাড়া। দুবেলা ভাত রুটির জোগাড় করতে গিয়ে পাকিস্তানের সাধারণ মানুষের কালঘাম ছুটছে। এই পরিস্থিতিতে আটা-ময়দার দাম কমাতে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খানকে হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
রবিবার খাইবার পাখতুন খাওয়ায় থাকারা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মাহমুদ খানকে তোপ দাগেন। ২৪ ঘণ্টার মধ্যে তিনি মাহমুদ খানকে আটা ময়দার দাম কমানোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ১০ কেজি ব্যাগের দাম কমিয়ে ৪০০ টাকা করতে হবে। তা না হলে, তিনি নিজের পোশাক বিক্রি করে সপলভ মূল্যে দেশবাসীর জন্য আটা-ময়দা কিনবেন।
রবিবারের জনসভা থেকে প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশের অস্বাভিক মূল্যবৃদ্ধির জন্য দায়ী করা হয়েছে। পাশাপাশি ইমরান খানের সময় দেশের বেকারত্বের হার সব থেকে বেশি বলে তিনি দাবি করেছেন। এরপরেই তিনি বলেন, “আমি আমার কথা পুনরাবৃত্ত করছি। দেশের মানুষকে কম দামে ময়দা দিতে আমি বদ্ধপরিকর। এই জন্য আমি আমার পোশাক বিক্রি করে দেব।” ইমরান খানকে তোপ দেগে বলেন, ৫ মিলিয়ন চাকরি ১০ মিলিয়ন চাকরির প্রতিশ্রুতি দিলেন। কিন্তু তিনি বাস্তবে দেশকে দিলেন বেকারত্ব বা মূল্যবৃদ্ধি।
পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, প্রয়োজনে আমি দেশের জন্য জীবন দিতে পারি। কিন্তু তার আগে দেশকে উন্নতির পথে নিয়ে যাব। দেশের আর্থিক উন্নতির পাশাপাশি সার্বিক উন্নতি আমার প্রধান কাজ। বালোচিস্তানের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের মধ্যে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসছে। এখন তাঁরা ভোট দেওয়া জন্য বুথে ভিড় করছেন। প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। মানুষ গণতন্ত্র ও আইশৃঙ্খলার ওপর ভরসা করতে শুরু করেছে। দেশের জন্য এটা আশার খবর।