ওমিক্রনের চেয়েও শক্তিশালী! নয়া প্রজাতি ‘এক্সই’ নিয়ে এল সতর্কবার্তা

ওমিক্রনের চেয়েও শক্তিশালী! নয়া প্রজাতি ‘এক্সই’ নিয়ে এল সতর্কবার্তা

c2b21e2e7f8262af25cf5e7d63dadf67

জেনেভা: ওমিক্রন যে শেষ করোনা ভাইরাস প্রজাতি নয় তা আগেই জানিয়ে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে দাবি করা হয়েছিল যে, আরও শক্তিশালী করোনা প্রজাতি আসছে। সেই আশঙ্কাই এবার সত্যি হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন আরও এক করোনা প্রজাতির সন্ধান মিলেছে যাকে ‘এক্সই’ বলা হচ্ছে। এই প্রজাতি ওমিক্রনের থেকে ১০ শতাংশ বেশি সংক্রামক বলে দাবি করা হচ্ছে। ডেলটাক্রন, নিওকোভের পর এই প্রজাতি নিয়ে যথেষ্ট চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন- শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়েছিল, ২ মাস পর মৃত্যু ব্যক্তির

কী ভাবে উৎপত্তি হল এই করোনা প্রজাতির? ‘হু’ দাবি করছে, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই এই প্রজাতির ‘জন্ম’ হয়েছে। গত ১৯ জানুয়ারি ব্রিটেনে এই ভাইরাসটি প্রথম চিহ্নিত হয়েছিল। এখনও পর্যন্ত কমপক্ষে ৬০০ টি ‘এক্সই’ সংক্রমণের ঘটনা নিশ্চিত করতে পেরেছেন বিশেষজ্ঞরা। তবে আশার আলো এই, এই সংক্রমণের পরেও মৃত্যু আপাতত কারোর হয়নি। তাই ওমিক্রনের থেকে বেশি সংক্রামক হলেও এই প্রজাতির মারণক্ষমতা কম বলেই ধারণা করা হচ্ছে। পাশাপাশি এও অনুমান, সম্প্রতি আমেরিকায় করোনার যে বাড়বাড়ন্ত হয়েছে তার জন্য দায়ি ভাইরাসের এই প্রজাতিই। তবে আপাতত এই প্রজাতি নিয়ে গবেষণা জারি রয়েছে। আরও ক্ষমতাবান প্রজাতি আসার সম্ভাবনা কতটা তাও খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিয়েছে। তাদের ধারণা, মূলত তিনটি জিনিস হতে পারে আগামী দিনে। সবথেকে ভালো যা হতে পারে তা হল, সংক্রমণের ভয় থাকলেও এতদিনে টিকা নেওয়ার ফলে এবং আক্রান্ত হওয়ার জন্য যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে মানব শরীরে তা তাকে ঠেকিয়ে দেবে। সবথেকে খারাপ যা হতে পারে তা হল, টিকা নেওয়া বা আক্রান্ত হওয়া সত্ত্বেও নতুন রূপের করোনা ভয়াবহ আকার ধারণ করল আবার। প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ফের নয়া টিকার অপেক্ষা করতে হল। তবে ‘হু’ বলছে, এই দুইয়ের থেকেও যা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তা হল, টিকা এবং সংক্রমণ থেকে পাওয়া রোগ প্রতিরোধ শক্তির কারণে করোনা অন্য রূপ কোনও প্রভাবই খাটাতে পারল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *