ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ মোদীর, পুরনো বন্ধুকে বুকে টেনে নিলেন ম্যাক্রো

ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ মোদীর, পুরনো বন্ধুকে বুকে টেনে নিলেন ম্যাক্রো

নয়াদিল্লি: তিনদিনের বিদেশ সফরের শেষ দিনে ফ্রান্সের প্যারিসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালেই ডেনমার্কের কোপেনহেগেন থেকে সরাসরি ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছান প্রধানমন্ত্রী। আগে থেকেই সম্ভাবনা ছিল ফ্রান্সে গিয়ে ফ্রান্সের নবনির্বাচিত রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মোদী। সেই পূর্বপরিকল্পনা অনুযায়ী ইউরোপ সফরের শেষ দিনে ফ্রান্স প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে প্যারিসে পৌছেই মোদী সরাসরি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে এলিসি প্যালেসে পৌঁছান। সেখানে তাঁর জন্য আগে থেকেই অপেক্ষা করছিলেন সস্ত্রীক ম্যাক্রো। ভারতের প্রধানমন্ত্রীকে দেখেই ম্যাক্রো তাঁকে বুকে টেনে নেন। ফ্রেঞ্চ প্রেসিডেন্টের এই উষ্ণ অভ্যর্থনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।অন্যদিকে জানা যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে মোদীর।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মোদী এবং ম্যাক্রোর মধ্যেকার বৃহস্পতিবারের এই বৈঠকে ভারত এবং ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক একাধিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তবে এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ প্রসঙ্গ। আলোচনা শেষে ফ্রান্স থেকেও মোদী ইউক্রেনে শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন এবং তাঁকে সমর্থন করেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো। এই প্রসঙ্গে দু’দেশের যৌথ বিবৃতিতে বলা হয় যে, ‘ফ্রান্স এবং ভারত ইউক্রেনে ঘটে চলা মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। ইউক্রেনে যেভাবে সাধারণ নাগরিকের মৃত্যু ঘটছে দুই দেশই তার নিন্দা করছে এবং যত দ্রুত সম্ভব শান্তি ফেরানোর দাবি জানাচ্ছে।’

তবে এছাড়াও আরও একাধিক বাণিজ্যিক এবং দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। জানা যাচ্ছে, আগামী দিনে ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত আদান-প্রদান আরও বাড়ানোর কথা বলা হয়েছে। সেইসঙ্গে বিদেশ মন্ত্রক সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদীকে প্রেসিডেন্ট ম্যাক্রো আত্মনির্ভর ভারত গড়ার কাজে আরও বেশী সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিরক্ষা ক্ষেত্রেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা আগামী দিনে বজায় থাকার বার্তা দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে এই বৈঠকের পরেই ম্যাক্রোকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, সোমবার ২ মে থেকে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিদেশ সফর। করোনাকালে তিন বছর পর এই প্রথম কোনও বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী। এই তিনদিনের বিদেশ সফরে তিনটি উল্লেখযোগ্য ইউরোপীয় দেশ তথা জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্যিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। অন্যদিকে জানা যাচ্ছে বৃহস্পতিবারই শেষ হচ্ছে প্রধানমন্ত্রীর এই তিন দিনের সফর। এদিন রাতেই পুনরায় ভারতে ফিরে আসার কথা মোদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =